অলস্পোর্ট ডেস্ক: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দুর্গা পুজোর উৎসব শেষেই কলকাতা শহরে শুরু হতে চলেছে দাবা উৎসব। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে চেস ফর ইয়ুথ । চলবে ৬ নভেম্বর পর্যন্ত। এবারের চেস ফর ইয়ুথের আসর বসতে চলেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের অডিটোরিয়ামে। মাঝে কোভিড এবং বিভিন্ন কারণে চেস ফর ইয়ুথ বন্ধ থাকার পর আবার ফিরছে। একটা সময় এই টুর্নামেন্টের হাত ধরেই উটে এসেছে বাংলার তারকা দাবাড়ুরা। দীপ থেকে দীপ্তায়ন সকলেই এই টুর্নামেন্টের ফসল।
এই টুর্নামেন্টে খেলতে পারবেন তাঁরাই যাঁদের জন্ম ০১-০১-১৯৯৮ বা তার পরে। ছ’টি বিভাগে ভাগ করা হয়েছে প্রতিযোগিতা। অনূর্ধ্ব-৬, অনূর্ধ্ব-৮, অনূর্ধ্ব-১০, অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-২৫। এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার ফি ১০০০টাকা। ৩১ অক্টোবর ২০২৩-এর মধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে প্রতিযোগীদের।
দেখে নিন টুর্নামেন্টের বিস্তারিত—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার