অলস্পোর্ট ডেস্ক: টেক মাহিন্দ্রা গ্লোবাল চেস লিগ ২০২৩-এর প্রথম সংস্করণ দুবাইতে শুরু হয়ে গিয়েছে। আর সেখানেই দেখা গেল দাবার বোর্ডে আনন্দ বনাম আনন্দ । আনন্দ মাহিন্দ্রা নিয়মিত লিগের হাইলাইট-সহ তাঁর টুইটার প্রোফাইল আপডেট করছেন। লিগের ধারণাটি কীভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে কথা বলার পাশাপাশি, মাহিন্দ্রা টুর্নামেন্ট সম্পর্কে পর্দার পিছনের কয়েকটি ঘটনাও ভাগ করে নিয়েছেন।
তার সর্বশেষ পোস্টগুলির একটিতে, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান লিগের সব থেকে আকর্ষণীয় ম্যাচের একটা ছোট্ট ক্লিপ পোস্ট করেছেন। যেখানে আসলে লড়াইটা ছিল আনন্দ বনাম আনন্দের। অবাক হচ্ছেন নিশ্চই, আর ভাবছেন দাবা বিশ্বে তো একজনই আনন্দ রয়েছে, তাহলে আনন্দ বনাম আনন্দ কীভাবে সম্ভব? ভুল করছেন কিন্তু। এই মুহূর্তে দাবা বিশ্বে ঢুকে পড়েছেন আরও এক আনন্দ। আর সেই আনন্দের নেতৃত্বেই বিশ্বের তাবড় তাবড় দাবাড়ুরা হাজির হয়েছেন এক ছাতার তলায়। আর তিনি হলেন আনন্দ মাহিন্দ্রা।
তিনি যে পোস্টেটি করেছেন সেখানে, আনন্দ মাহিন্দ্রাকে দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে। পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ও ফিডের ডেপুটি প্রেসিডেন্টকে ম্যাচটিতে বেশ মনোযোগ দিতে দেখা যাচ্ছে। তিনি যে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না সেটাও বুঝিয়ে দিয়েছেন।
এই ছবির ক্যাপশনে মাহিন্দ্রা লিখেছেন, “যেই ম্যাচ জিতুক না কেন তাঁর জন্য কোন পুরস্কার থাকবে না (কিন্তু আমি প্রথম ব্যক্তিকে সাধুবাদ জানাব যে অনুমান করবে কোন ক্লাসিক্যাল ওপেনিং আমি ব্যবহার করেছি)।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার