অলস্পোর্ট ডেস্ক: ইতিহাস রচনা করলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। কনিষ্ঠতম দাবাড়ু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জিতে স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে দিলেন এই ভারতীয়। যাঁকে নিয়ে স্বপ্ন দেখেছিল পুরো দেশ, স্বপ্ন দেখেছিলেন বিশ্বনাথন আনন্দ থেকে দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর থেকে গুকেশের সমসাময়িক প্রজ্ঞানানন্ধা, অর্জূন এরিগাইসি, বিদিত গুজরাঠিরা। বৃহস্পতিবার ৭.৫ পয়েন্ট নিয়ে শেষ রাউন্ডে বাজিমাত করে পুরো দুনিয়াকে চমকে দিলেন তিনি। লিরেন থেকে গেলেন ৬.৫ পয়েন্টেই।
বৃহস্পতিবার গুকেশের কৃতিত্বের আগে, রাশিয়ার কিংবদন্তি গ্যারি কাসপারভ সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন যখন তিনি ২২ বছর বয়সে ১৯৮৫ সালে আনাতোলি কার্পভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
গতবারের চ্যাম্পিয়ন ডিং লিরেন প্রথম ও ১২তম রাউন্ডের ম্যাচ দু’টি জেতেন এবং ডি গুকেশ তৃতীয় ও ১১তম রাউন্ডের ম্যাচ জিতে সিঙ্গাপুরে ২০২৪ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ১৪তম এবং চূড়ান্ত খেলায় ৬.৫-৬.৫ পয়েন্টে সমানে সমানে থেকে ফাইনালে মুখোমুখি হয়েছিল। বাকি ন’টা ম্যাচ ড্র হয়। ১৪তম রাউন্ডটি শেষ ক্লাসিক্যাল দাবা ম্যাচ ছিল। এই ম্যাচ যে জিতবে সেই চ্যাম্পিয়ন, না হলে খেলতে হবে টাই-ব্রেক পর্ব। যেখানে স্বল্প সময়ের খেলার মাধ্যমে বিজয়ী নির্ধারিত হওয়ার কথা ছিল।
উত্তেজনাপূর্ণ ১৩তম রাউন্ডের পরে গুকেশ বলেছিলেন যে চ্যাম্পিয়নশিপ সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করার সঙ্গেই বিষয়গুলো আরও উত্তেজক হয়ে উঠছে। লিরেন স্বীকার করেছিলেন যে তিনি খেলার পরে “খুব ক্লান্ত”। গেম ১৪-এর বিজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন হবে এই লক্ষ্যেই খেলতে নেমেছিলেন বিশ্ব দাবার দুই তারকা। ড্র হলে পরের দিন স্পিড চেসের টাই ব্রেক খেলা পর্যন্ত আর যেতে হল না। তার আগেই বাজিমাত ১৮ বছরের গুকেশের।
কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের পর তিনি দ্বিতীয় ভারতীয় যিনি বিশ্ব দাবায় শিরোপা জিতলেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ সর্বশেষ ২০১৩ সালে জিতেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার