অলস্পোর্ট ডেস্ক: ৩৭ বছর একটানা ভারতের সেরা গ্র্যান্ডমাস্টারের জায়গা ছিল বিশ্বনাথন আনন্দ-এর দখলেই। এবার তাঁকে পিছনে ফেলে সেরা ভারতীয় দাবাড়ুর তালিকার শীর্ষস্থানে উঠে এলেন ১৭ বছর বয়সী ডি গুকেশ। ১৯৮৬-এর জুলাই থেকে ভারতের এক নম্বর দাবাড়ু ছিলেন আনন্দ। চেন্নাই-এর গ্র্যান্ডমাস্টার গুকেশ সম্প্রতি বাকুতে ফিডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান। কিন্তু তারপরেও ফিডে রাঙ্কিংয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে পিছনে ফেলে তালিকার আট নম্বরে উঠে আসেন। বর্তমানে আনন্দ ফিডে বিশ্ব র্যাঙ্কিংয়ে ন’নম্বরে আছেন।
১ সেপ্টেম্বরের ফিডের রেটিং অনুযায়ী আনন্দের রেটিং ২৭৫৪, সেখানে গুকেশের রেটিং ২৭৫৮। গত একমাসে ফিডে রাঙ্কিং-এ তিন ধাপ উঠে ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন গুকেশ।
অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে ভারতীয় কিশোর দাবাড়ু আর প্রজ্ঞানন্ধা সকলের নজর কেড়েছেন। ফাইনালে পৌঁছেও কার্লসেনের কাছে হেরে যান তিনি। বর্তমানে বিশ্ব রাঙ্কিং-এ ২৭২৭ রেটিং নিয়ে তালিকার ১৯ তম স্থানে আছেন প্রজ্ঞানন্ধা। ভারতীয় রাঙ্কিং-এ গুকেশ এবং আনন্দের পরেই রয়েছেন তিনি।
বর্তমানে বিশ্ব রাঙ্কিং-এ সেরা ৩০ জনের তালিকায় রয়েছেন পাঁচ জন ভারতীয় দাবাড়ু। তালিকায় ২৭ নম্বরে রয়েছেন সন্তোষ গুজরাঠি এবং ২৯ নম্বরে রয়েছেন অর্জুন এরিগেসি। এছাড়াও ৩১ নম্বরে রয়েছেন অভিজ্ঞ দাবাড়ু পি হরিকৃষ্ণ।
বাকুতে বিশ্বকাপ চলাকালীন গুকেশ নিজের আইডল এবং মেন্টর আনন্দকে পিছনে ফেলে দেন।
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জেতার পর আন্তর্জাতিক চেস ফেডারেশনের তরফে টুইটে লেখা হয়, ‘‘গুকেশ আজ আবার জিতেছেন এবং বিশ্বনাথন আনন্দের রাঙ্কিং টপকে গিয়েছেন। পরবর্তী ফিডে রেটিং তালিকা প্রকাশের এখনও একমাস বাকি। তবে মনে করা হচ্ছে ১৭ বছরের গুকেশ সেরা দশের তালিকায় জায়গা করে নেবেন এবং ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু হবেন।“
আসন্ন এশিয়ান গেমসের জাতীয় দলে নেওয়া হয়েছে গুকেশ এবং প্রজ্ঞানন্ধাকে। তাঁরা কলকাতায় একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন। এছাড়াও ৫ সেপ্টেম্বর থেকে টাটা স্টিল চেস ইন্ডিয়া টুর্নামেন্টে খেলবেন তাঁরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার