Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeদাবাআন্তর্জাতিক দাবা দিবস-এ দীপ সেনগুপ্তর বড় সাফল্য

আন্তর্জাতিক দাবা দিবস-এ দীপ সেনগুপ্তর বড় সাফল্য

অলস্পোর্ট ডেস্ক: ২০ জুলাই, আন্তর্জাতিক দাবা দিবস । আর ঠিক তার আগের দিনই ভারত তথা বাংলাকে বিশ্বের দরবারে সাফল্য এনে দিলেন বাংলার ছেলে দীপ সেনগুপ্ত। সাফল্যের মুকুটে আরও একটা পালক যুক্ত হল গ্র‍্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তর। পোল্যান্ডে ওয়ার শ চেস ফেস্টিভালে চ্যাম্পিয়ন হলেন দীপ। নয় রাউন্ডের এই টুর্নামেন্টে ছয় রাউন্ডে জয় পেয়ে শীর্ষে শেষ করলেন এই দাবাড়ু। যার ফলে এই মুহূর্তে দীপের ফিডে রেটিং হল ২৪৫৬। জিতে বৃহস্পতিবার শহরে ফিরলেন দীপ। এবার জাতীয় দাবায় অংশ নেবেন তিনি, যা হতে চলেছে পুনেতে ১৬-২৬ অগস্ট। তবে এমন দিনে দীপের এই সাফল্য তাৎপর্যপূর্ণ।

তবে কেন এই দাবা দিবস সেটাও একবার জেনে নেওয়া যাক—

দাবা খেলা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিশ্বজুড়ে দাবা খেলোয়াড়দের শুভেচ্ছা জানানোর লক্ষ্যে প্রতি বছর ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালিত হয়। দাবা “রাজাদের খেলা” নামে পরিচিত এবং এর বুদ্ধিবৃত্তিক গভীরতার জন্য জনপ্রিয়। এই দিনটি শিষ্টাচার এবং খেলাধুলার প্রাচীন খেলাকে উদযাপন করে। এতে কোনও সন্দেহ নেই যে দাবা এমন একটি খেলা যা একটি শিশুর বুদ্ধির বিকাশে কাজে লাগে।

ইউনেস্কো ১৯৯৬-এ আন্তর্জাতিক চেস ফেডারেশনের স্থাপনকে সম্মান জানাতে এই দিন শুরু করেছিল। ফিডে-এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন সুইজারল্যান্ডে অবস্থিত। ফিডে হল একটি আন্তর্জাতিক সংস্থা যা সারা বিশ্বের বিভিন্ন দাবা ফেডারেশনকে একত্রিত করে এবং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১৯৯৯ সালে ফিডে-কে স্বীকৃতি দেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments