Tuesday, January 21, 2025
No menu items!
Google search engine
Homeদাবাগ্ৰ্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা মঞ্চে মধ্যমণি সাড়ে তিন বছরের অনীশ...

গ্ৰ্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা মঞ্চে মধ্যমণি সাড়ে তিন বছরের অনীশ সরকার

অলস্পোর্ট ডেস্ক: বাংলার দাবা প্রথম সাফল্যের মুখ দেখেছিল দিব্যেন্দু বড়ুয়ার হাত ধরে। তিনিই বাংলার প্রথম গ্ৰ্যান্ডমাস্টার, ভারতের দ্বিতীয়। বিশ্বনাথন আনন্দের সঙ্গে একই সঙ্গে উত্থান এই দাবাড়ু একটা সময়ের পর মন দেন পরবর্তী দিব্যেন্দু বড়ুয়া তৈরিতে। আর শনিবার তাঁর অ্যাকাডেমিরই কৃতিদের সংবর্ধনা দেওয়া হল অ্যাকাডেমির তরফে। ধানুকা ধানসেড়ি দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমির তরফে আটজন কৃতিকে এদিন পুরস্কৃত করা হল তাদের সাফল্যের জন্য। রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অসামান্য পারফরম্যান্স করা ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া হল। দেওয়া হল আর্থিক পুরস্কারও। অনীশ ও মৃত্তিকা পেল এক লাখ টাকা করে। বাকিরা পেল ১৫ হাজার টাকা করে।

যাদের সংবর্ধনা দেওয়া হল এদিন

মাস্টার অনীশ সরকার
৩ বছর ৮ মাস বয়সে নভেম্বর, ২০২৪-এ ১৫৫৫ ফিডে রেটিং অর্জন করেছে, যার ফলে সর্বকনিষ্ঠ রেটিংপ্রাপ্ত খেলোয়াড় হিসাবে বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শিশু পুরুস্কার পেয়েছে।

মিস মৃত্তিকা মল্লিক
২০২৪ সালের সেপ্টেম্বরে কমনওয়েলথ অনূর্ধ্ব-২৬ গার্লস র‍্যাপিড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক, অগস্টে কমনওয়েলথ অনূর্ধ্ব-২৬ গার্লস ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক, জুলাইয়ে ওয়েস্টার্ন এশিয়ান গার্লস র‍্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক, জানুয়ারিতে ৩৯তম জাতীয় সাব-জুনিয়র গার্লস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন, সেপ্টেম্বরে ৩৮তম জাতীয় জুনিয়র গার্লস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন, ফেব্রুয়ারিতে প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জন

নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়
রাজ্য অনূর্ধ্ব-১৩ ওপেন, অক্টোবর ২০২৪-এ প্রথম ও রাজ্য অনূর্ধ্ব-১৭ ওপেন, জুন ২০২৪-এ দ্বিতীয়

ঈশিতা লাহিড়ী
রাজ্য অনূর্ধ্ব-৭ গার্লস, অগস্ট ২০২৪-এ প্রথম

সাগ্নিক দত্ত
কেভিস পূর্বাঞ্চলীয়, জুলাই ২০২৪ প্রথম, রাজ্য অনূর্ধ্ব-১১ ওপেন, সেপ্টেম্বর ২০২৪ দ্বিতীয়, রাজ্য অনূর্ধ্ব-১৩ ওপেন, অক্টোবর ২০২৪ চতুর্থ

মহিলা আন্তর্জাতিক মাস্টার্স অর্পিতা মুখোপাধ্যায়
চ্যাম্পিয়ন – অল ইন্ডিয়া ইন্টার জোনাল ইন্টার ইউনিভার্সিটি উইমেন, জানুয়ারি ২০২৪, চ্যাম্পিয়ন – অল ইন্ডিয়া পাবলিক সেক্টর স্পোর্টস প্রমোশন বোর্ড, সেপ্টেম্বর ২০২৪

সমৃদ্ধা ঘোষ
চ্যাম্পিয়ন – অল ইন্ডিয়া ইন্টার জোনাল ইন্টার ইউনিভার্সিটি উইমেন, জানুয়ারি ২০২৪

মহিলা আন্তর্জাতিক মাস্টার্স চান্দ্রেয়ী হাজরা
চ্যাম্পিয়ন – অল ইন্ডিয়া ইন্টার জোনাল ইন্টার ইউনিভার্সিটি উইমেন, জানুয়ারি ২০২৪

ধানুকা ধানসেড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান সিকে ধানুকা বলছিলেন, “ছেলে, মেয়েদের আরও উৎসাহিত করতেই তাদের সাফল্যকে এভাবে স্বীকৃতি দেওয়া। যাতে আগামীতে বড় সাফল্য ওরা নিয়ে আসতে পারে।”

তাঁর কথার রেশ ধরেই দিব্যেন্দু বড়ুয়াও বলছিলেন, “সাফল্যের স্বীকৃতি ওদেরকে আরও উৎসাহিত করবে। আর আমাদের কাছেও এটা দিতে পারাটা বড় প্রাপ্তি। কারণ ওরা সাফল্য পেয়েছে বলেই আমরা এই সংবর্ধনা দিতে পারলাম। এর পাশাপাশি যাতে ওদের দেখে আরও ছেলে, মেয়ে দাবা খেলার জন্য আগ্রহী হয় সেটাও লক্ষ্য।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.c

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments