অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব দাবার দরবারে এতদিন পর্যন্ত একমাত্র ভারতীয় দাবারু হিসেবে পরিচিত ছিলেন বিশ্বনাথন আনন্দ। তিনি এতদিন ভারতকে বিশ্ব দাবায় তুলে ধরেছেন। সেই জায়গায় থেকে ভারতীয় দাবায় আজ অনেক নাম। গুকেশ ডি থেকে প্রজ্ঞানন্ধা-কে এখন ভারতীয় দাবারু হিসাবে চিনেছে গোটা বিশ্ব। তাঁদের দেখে অনুপ্রাণিত হচ্ছে নতুন প্রজন্ম।
দাবা বিশ্বকাপ জিততে না পারলেও প্রজ্ঞানন্ধা হয়ে উঠেছেন ভারতের সুপারস্টার। সোমবার প্রজ্ঞা বলেছেন, ‘‘আমি তেমন কোনও চাপ অনুভব করিনি। কিন্তু এটা এখনের থেকে কিছুটা আলাদা।’’
তাঁর এই মুহূর্তের এলো রেটিং ২৭২৭। তিনি বলেছেন, ‘‘এখনও অনেক কিছু ভুল ঠিক করার আছে। কিন্তু আমি মনে করি এখন আমি যেখানে আছি সেখান থেকে আরও অনেক ওপরে উঠতে পারব। আমার মনে হয় আমার মধ্যে ক্ষমতা আছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এবং আমি তার জন্যই নিজেকে প্রস্তুত করছি।’’
চেন্নাইয়ের ছেলে প্রজ্ঞার সাফল্যের প্রধান অস্ত্র তাঁর লড়াকু মনোভাব। প্রজ্ঞা বলেন, ‘‘খারাপ অবস্থা থেকে নিজেকে বের করে আনতে আমি সবসময় ভাল পারি। এটা আমার একটা গুণ এবং আমার মনে হয় লড়াকু মনোভাবই দরকার নিজের সেরাটা দেওয়ার জন্য।’’
গুকেশ ডি, নিহাল শারিন এবং অর্জুন ইরিগেসির সঙ্গে প্রজ্ঞাও ভারতের নতুন প্রজন্মকে দাবাতে আশার আলো দেখাচ্ছে। তিনি বলেছেন, ‘‘আমরা সবাই খুব দক্ষ। আমি আশা করছি নীহাল খুব শীঘ্রই ২৭০০ মার্ক পেরিয়ে যাবে। যার এখন এলো রেটিং ২৬৯৪। অর্জুনও খুব ভাল খেলছে কিন্তু ওর এই পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাচ্ছে না। এটা শুধু সময়ের অপেক্ষা। ও খুব শীঘ্রই প্রথম ২০তে জায়গা করে নেবে। তাই আমরা সবাই খুবই পরিশ্রম করছি। আমরা সবাই শীঘ্রই শীর্ষে পৌঁছে যাব।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





