অলস্পোর্ট ডেস্ক: আইএম আদিত্য সামন্ত ভারতের ৮৩তম গ্র্যান্ডমাস্টার হয়ে গেলেন। বিয়েলচেস এমটিও ২০২৩-তে আরিয়ান চোপড়ার বিরুদ্ধে তার নবম রাউন্ডের খেলা শুরু করেন বু জিয়াংঝির বিরুদ্ধে তার অষ্টম রাউন্ডের খেলা ড্র করার পর। আদিত্যর চূড়ান্ত জিএম নর্মের জন্য প্রয়োজন ছিল নবম রাউন্ডে খেলা, ফল যাই হোক না কেন। আদিত্য ইতিমধ্যেই লাইভ রেটিংয়ে ২৫০০ পেরিয়ে গিয়েছিলেন এবং দু’টি জিএম নর্মও পেয়ে গিয়েছিলেন, তাই ভারতের সর্বশেষ গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য এই চূড়ান্ত নর্মটিই তাঁর প্রয়োজন ছিল। নবম রাউন্ডের খেলার পর তাঁর বর্তমান লাইভ রেটিং পৌঁছে যায় ২৫২৫.৪-এ।
২০০৬-এ জন্ম আদিত্য তাঁর প্রথম জিএম-নর্ম পেয়েছিলেন আবুধাবি মাস্টার্সে ২০২২-এর অগস্টে। তিন মাসের কিছু বেশি সময় পরে তিনি ২০২২-এর ডিসেম্বরে তৃতীয় এল লব্রেগ্যাট ওপেনে তাঁর দ্বিতীয় জিএম-নর্ম তুলে নেন। তাঁর চূড়ান্ত জিএম-নর্ম ২০২৩-এর জুলাই মাসে আসে বিয়েল মাস্টার্স টুর্নামেন্টে।
জিএম খেতাবের জন্য আদিত্য, তাঁর পরিবার এবং তাঁর দল এই মুহূর্তে শুভেচ্ছার জোয়াড়ে ভাসছেন। আদিত্য ভারতের ৮৩তম গ্র্যান্ডমাস্টার হলেও তাঁর রাজ্য মহারাষ্ট্রের ১২তম গ্র্যান্ডমাস্টার!
আদিত্যর লাইভ রেটিং এই মুহূর্তে ২৫২৫.৪ দাবা-ফলাফলের উপর ভিত্তি করে। বিয়েল এমটিও ২০২৩-এ এখনও দু’টি রাউন্ড বাকি রয়েছে এবং তার চূড়ান্ত রেটিং অগস্ট ২০২৩ ফিডে রেটিং তালিকায় প্রকাশিত হবে৷
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার