অলস্পোর্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার তাঁর বাসভবনে ভারতীয় পুরুষ ও মহিলা দাবা দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ৪৫তম দাবা অলিম্পিয়াড বিজয়ী দুই ভারতীয় দলের সদস্য, আর প্রজ্ঞানান্ধা এবং অর্জুন এরিগাইসির মধ্যে বুলেট দাবা খেলা উপভোগ করেন সেখানে তিনি। সম্প্রতি শেষ হওয়া দাবা অলিম্পিয়াডে, ভারতের পুরুষ ও মহিলা দল তাদের নিজ নিজ বিভাগে প্রথমবার সোনা জিতে ইতিহাস তৈরি করেছে। প্রতিযোগিতার একই সংস্করণে জোড়া সোনা জয়ের জন্য দেশের অভিজাত র্যাঙ্কে ঢুকে পড়েছেন তাঁরা। এই অসাধারণ কৃতিত্বের পর, প্রধানমন্ত্রী মোদী বুধবার তাঁর বাসভবনে ভারতীয় পুরুষ ও মহিলা দাবা দলের সঙ্গে দেখা করেন আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE) দাবা অলিম্পিয়াডে তাদের সাফল্য উদযাপন করতে।
প্রধানমন্ত্রী তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রজ্ঞানান্ধা এবং অর্জুনের বুলেট দাবা খেলার একটি ভিডিও শেয়ার করেছেন। তার ক্যাপশনে তিনি লেখেন, “দুই গ্র্যান্ডমাস্টারের বুলেট দাবা। অবিশ্বাস্য! ভারতের দাবা ভবিষ্যত খুব উজ্জ্বল।”
অন্যদিকে অল ইন্ডিয়া দাবা ফেডারেশন বুধবার নয়াদিল্লিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহাসিক ৪৫তম অলিম্পিয়াড বিজয়ী ভারতীয় দলের জন্য ৩.২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। এআইসিএফ সভাপতি নিতিন নারাং ইভেন্ট চলাকালীন এই ঘোষণা করেন। বিজয়ী দলগুলির প্রত্যেক খেলোয়াড় ২৫ লাখ টাকা করে পাবে, যেখানে পুরুষ ও মহিলা দলের কোচ অভিজিৎ কুন্তে এবং শ্রীনাথ নারায়ণন ১৫ লাখ টাকা করে পাবেন। ভারতীয় প্রতিনিধি দলের প্রধান গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ১০ লাখ টাকা পাবেন এবং সহকারী কোচদের ৭.৫ লাখ টাকা দেওয়া হবে।
পুরুষদের প্রতিযোগিতায়, ইউএসএ দ্বিতীয় স্থান অধিকার করে, উজবেকিস্তান ব্রোঞ্জ জেতে। মহিলাদের প্রতিযোগিতায়, কাজাখস্তান রুপো এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্রোঞ্জ পায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার