অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দাবায় নতুন নক্ষত্র তেজস তিওয়ারি পাঁচ বছর বয়সেই স্বপ্ন দেখাচ্ছেন। তিনিই প্রথম যিনি বিশ্বের কনিষ্ঠতম ফিডে রেটিংয়ে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে তাঁর রেটিং ১১৪৯। মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই সে বুঝিয়ে দিয়েছিল দাবায় তার আগ্রহের কথা। তা দেখে সময় নষ্ট করেননি তেজসের বাবা শরদ তিওয়ারি। বাবার কাছেই দাবা শেখার শুরু তেজসের। এখনও গুরু বাবাই। ফিডের তথ্য অনুযায়ী প্রথম প্রয়াত ধীরাজ সিং রঘুবংশী ওপেন ফিডে রেটেড দাবা টুর্নামেন্টে উত্তরাখণ্ডের রুদ্রপুড়ে এই মাইস্টোনে পৌঁছয় তেজস।
তেজস ছোটবেলা থেকেই তার পরিবারের লোকজনকে দাবা খেলতে দেখে এসেছে। সেই দেখেই তারও আগ্রহের শুরু। চার বছর বয়সে জেলা ও রাজ্যস্তরে খেলার শুরু তার। সঙ্গে সঙ্গেই জাতীয় স্তরে খেলার ছাড়পত্রও পেয়ে গিয়েছিল তেজস। তখন থেকেই শুরু বাড়ির বাইরে গিয়ে খেলার। তেজস তার প্রথম ফিডে রেটেড টুর্নামেন্ট খেলেছিল চার বছর তিন মাস বয়সে। সেই থেকে এখনও পর্যন্ত ভারতের ১৩টি রাজ্যে বিভিন্ন ফিডে টুর্নামেন্ট খেলেছে তেজস।
২০২২-এ উত্তরাখণ্ড স্টেট ওপেনে অনূর্ধ্ব-৮ বিভাগে অংশ নিয়েছিল এই খুদে দাবাড়ু। যেখানে প্রথম হয়ে চমকে দিয়েছিল সবাইকে। গত বছর ভুবনেশ্বরে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৫ বিভাগেও চ্যাম্পিয়ন হয়। তেজসের বাবা শরদ বলছিলেন, ‘‘তেজস আপার কেজির ছাত্র হলদোয়ানির দিক্ষান্ত ইন্টারন্যাশনাল স্কুলে। দিনে ২-৩ ঘণ্টা ও দাবা অনুশীলন করে। ওর লক্ষ্য একদিন গ্র্যান্ডমাস্টার ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া।’’
তেজস এখনও পর্যন্ত পাঁচটি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। ফিডের তরফে একটি টুইটে লেখা হয়েছে, ‘‘দেখুন তেজস তিওয়ারিকে, কনিষ্ঠতম ফিডে রেটেড প্লেয়ার! ওর বয়স পাঁচ এবং ওর ফিডে রেটিং ১১৪৯।’’ সেখানে আরও লেখা হয়, ‘‘ভারতীয় এই দাবাড়ু পরিবারের সদস্যদের দেখে এই খেলার প্রতি আকৃষ্ট হয় সাড়ে তিন বছর বয়সে। ও খুব দ্রুত খেলাটা ধরে ফেলেছিল চার বছর বয়সে এবং জেলা ও রাজ্য স্তরে খেলতে শুরু করে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার