অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দাবাড়ুদের প্রশংসায় ভরালেন প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ। ২০২৪ দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ ও মহিলা দল ঐতিহাসিক জোড়া সোনা জিতে নিয়েছে দু’দিন আগেই। সব জায়গা থেকে প্রশংসা আসছে তাদের জন্য। কিন্তু যখন গ্যারি কাসপারভের মতো কারও থেকে এমন বার্তা আসে তখন সেটা যে বাড়তি পাওনা তা নিয়ে কোনও সংশয় নেই। ভারতের পুরুষ ও মহিলা রবিবার ৪৫তম দাবা অলিম্পিয়াডে প্রথমবারের মতো সোনা জিতেছে৷
ডি গুকেশ এবং অর্জুন এরিগাইসির দুর্দান্ত পারফরম্যান্সের নেতৃত্বে, পুরুষ দল স্লোভেনিয়ার বিরুদ্ধে রোমাঞ্চকর ফাইনাল রাউন্ড জয়ের পরে সোনা নিশ্চিত করেছ। অন্যদিকে হরিকা দ্রোনাভাল্লি, বৈশালী রমেশবাবু, দিব্যা দেশমুখ, ভান্তিকা আগরওয়াল, তানিয়া সচদেব এবং অভিজিৎ কুন্তে সমন্বিত মহিলা দলটিও সোনা জেতে আজারবাইজানকে ৩.৫-০.৫-এ।
“ভারতের জন্য অসাধারণ জোড়া সোনা জয়ের কৃতিত্ব এটি। “ভিশির বাচ্চারা” সবাই বড় হচ্ছে এবং দাবা ঘরে আসছে! পডিয়ামে দু’টি আমেরিকান পতাকাও ছিল যা বলা জরুরী। উজবেকিস্তান এবং কাজাখস্তানও যুক্ত হয়েছে, ইউরোপীয় পতাকা ছাড়াই,” কাসপারভ পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার