অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ বৃহস্পতিবার ইতিহাস তৈরি করলেন। সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর চূড়ান্ত ১৪তম খেলায় চিনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড করেই আবেগে ভাসলেন ১৮ বছর বয়সী চ্যাম্পিয়ন। ম্যাচটি ড্র হলে, শুক্রবার টাই-ব্রেকের মাধ্যমে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিদ্ধান্ত নেওয়া হত। কিন্তু গুকেশ ম্যাচকে সেই পর্যায়ে নিয়ে যেতে দেননি। ফাইনাল রাউন্ডেই ম্যাচ শেষ করে দেন।
ডিং লিরেনকে পরাজিত করার পর, গুকেশ (১৮ বছর ৮ মাস ১৪ দিন) সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়ে গেলেন, যা আগে গ্যারি কাসপারভের (২৩ বছর ৬ মাস ২৭ দিন) রেকর্ড ছিল।
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পর গুকেশ ভারতের দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন।
গুকেশ তাঁর প্রতিপক্ষ ডিং-এর সঙ্গে করমর্দন করার পরে দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। ভারতীয় জিএম আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই বছরের শুরুতে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন ১৮ বছর বয়সী দাবাড়ু। যিনি এদিন থেকে শুধু আর দাবাড়ু নন, তিনি ভারতীয় তারকাদের অন্যতম।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার