অলস্পোর্ট ডেস্ক: কানপুরে দ্বিতীয় টেস্টের শুরুটা ভাল হল না। কারণ অবশ্যই বৃষ্টি। পূর্বাভাস ছিলই। একটা সময় মনে হচ্ছিল, প্রথম দিনের খেলা হয়তো শুরুই করা যাবে না। আউটফিল্ড ভিজে থাকায় সকালে টসও সঠিক সময়ে করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশেরও। যদিও বাংলাদেশ অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, তাঁরা প্রথমে ব্যাটই করতে চেয়েছিলেন। কিন্তু বাধ সাধল সেই বৃষ্টি আর খারাপ আলো। শেষ পর্যন্ত সময়ের আগেই প্রথম দিনের খেলা শেষ করে দেওয়া হল।
দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টের দলই ধরে রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের দিক থেকে দেখতে গেলে এই ম্যাচ তাদের তারকা ক্রিকেটার শাকিব আল হাসানের শেষ টেস্ট হতে পারে। অনেকবেশি আবেগের ম্যাচ এটা তাদের জন্য। শেষ ম্যাচে রান করতে চাইবেন শাকিব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে দিনের শেষ যখন ঘোষণা করা হয় তখন মাত্র ৩৫ ওভারই খেলা হয়েছে। বাংলাদেশ ১০৭-৩ নিয়ে দিন শেষ করেছে।
এদিন ওপেন করতে নেমে জাকির হাসান কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। আকাশদীপের বলে যশস্বী জয়সওয়ালের অসাধারণ ক্যাচ তাঁকে দলগত নাত্র ২৬ রানে ফিরতে বাধ্য করে। আর এক ওপেনার শাদমান ইসলাম ২৪ রান করে আউট হন। তিন নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন মমিনুল হক। ৪০ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন তিনি। ৩১ রান করে আউট হন অধিনায়ক নাজমূল হোসেন শান্ত। ৬ রানে অপরাজিত রয়েছেনমুশফিকুর রহিম। দ্বিতীয় দিন প্রকৃতি সদয় হলে ব্যাট করতে নামতে পারেন শাকিব।
এদিন ভারতের হয়ে দুই উইকেট তুলে নিয়েছেন আকাশদীপ। এক উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। যা খবর দ্বিতীয় দিনও সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার