অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা বিনোদ কাম্বলির সদ্য প্রকাশিত একটি ভিডিও সামনে এসেছে যা চমকে দেওয়ার মতো। যদিও এই ভিডিওর সত্যতা অলস্পোর্ট আলাদা করে যাচাই করেনি। বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তাঁর সাম্প্রতিক ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। দু’জনের কাঁধে ভর দিয়ে কোনও রকমে দাঁড়িনোর চেষ্টা করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ হতেই তাঁর পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে।
কাম্বলিকে কিছুটা দিশেহারা লাগছিল এবং তাঁর শরীরের ভারসাম্যও সঠিক ছিল না, দেখে মনে হচ্ছিল পায়ের সমস্যার জন্য দাঁড়াতে পারছেন না তিনি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অনেকের তিনি মাতাল ছিলেন, কেউ কেউ বলছেন ষ, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তার খারাপ স্বাস্থ্যের ফলে তিনি সঠিকভাবে চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন।
কাম্বলি ভারতের হয়ে ১০০টিরও বেশি ওডিআই এবং ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। প্রতিভাবান বাঁ-হাতি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬২-এর সেরা ব্যক্তিগত স্কোর সহ প্রায় ১০ হাজার রান করেছেন।
প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে জাতীয় দল, সচিন তেন্ডুলকরের সঙ্গেই উত্থান হয়েছিল বিনোদ কাম্বলির। রাতারাতি তারকা হয়ে ওঠেন দুই বন্ধু। এক সম। বিশেষজ্ঞরা বলতেন, কাম্বলির প্রতিভা সচিনের থেকেও বেশি। দুস্থ পরিবার থেকে উঠে আসা কাম্বলি, হঠাৎ হওয়া প্রতিপত্তি, তারকা স্ট্যাটাস আর বাস্তবের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হন। জীবনযাত্রা ক্রমশ খারাপ হতে থাকে। যার প্রভাব পড়ে ব্যক্তি জীবনেও। টেকেনি বৈবাহিক সম্পর্কও।
একাধিকবার তাঁর সতীর্থরা তাঁকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু কোনও কাজ হয়নি। সচিন তেন্ডুলকরও এক সময় বন্ধুর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরে সবাই হাত তুলে দেন কারণ তাঁকে ভুল পথ থেকে সরানো যায়নি। তবে সাম্প্রতিক এই ভিডিও সত্যিই হতাশাজনক।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার