Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅভিমন্যু ঈশ্বরনকে ট্রায়ালে ডাকল দিল্লি   

অভিমন্যু ঈশ্বরনকে ট্রায়ালে ডাকল দিল্লি   

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল শুরু হওয়ার আগেই নিলামে অবিক্রিত থেকে যান প্রিয়ম গর্গ এবং অভিমন্যু ঈশ্বরন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করার পরেও আইপিএলে ভাগ্যের শিকে ছেঁড়েনি ঈশ্বরনের। অন্যদিকে আইপিএলে মোটামুটিভাবে সানরাইজার্স হায়দরাবাদের মতন ফ্রাঞ্চাইজির হয়ে নিয়মিত খেলা প্রিয়ম গর্গকেও এবারের নিলামে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্রাঞ্চাইজি।

তবে ২০২৩ আইপিএলের মাঝপথেই কি ভাগ্য বদলাতে চলেছে দুই প্রতিভাবান ক্রিকেটারের? বুধবারেই দিল্লি ক্যাপিটালস দলের তরফে ট্রায়ালে ডাকা হয়েছে এই দুই ক্রিকেটারকে। চলতি মরশুমে দিল্লির ব্যাটিং পারফরম্যান্স একেবারেই ভালো নয়। ঋষভ পন্তের অনুপস্থিতিতে তাঁদের মিডল অর্ডার বারবার সমস্যায় পড়েছে। সেই ফাঁকফোকর ঢাকতেই ঈশ্বরন-গর্গদের এবার ট্রায়ালে ডেকেছে দিল্লি– এমনটাই মনে করছেন সকলে।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এই মরশুমে যারা খেলছেন, যাদের উপর ভরসা করেছিল ম্যানেজমেন্ট তাদের অনেকেই হতাশ করেছেন। রান পাচ্ছেন না পৃথ্বী শ, যশ ধুল, ললিত যাদবরা। পরপর ম্যাচে তাদের খারাপ পারফরম্যান্সে ম্যানেজমেন্টও বেশ অখুশি। তাই অনেকেই মনে করছেন বাধ্য হয়েই লাল বলের স্পেশালিস্ট ক্রিকেটার বলে পরিচিত ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনকেও ট্রায়ালে ডাকতে বাধ্য হয়েছে দিল্লি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments