অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এ অঅঘটনের পর্ব চলছেই। শুরুতেই পাকিস্তানকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ইউএসএ। আর সুপার আটে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল আফগানিস্তান। কিছুদিন আগেই ভারতের কাছে হারের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সব হিসেব গোলমাল করে দিলেন আফগানরা। রবিবার ভারতীয় সময় সকালেই মুখোমুখি হয়েছিল দুই দল। যেখাানে দুই ম্যাচ জিতে এই মুহূর্তে গ্রুপের শীর্ষে রয়েছে ভারতই। তার মধ্যেই আফগানিস্তানের অস্ট্রেলিয়া বধ। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে আফগানিস্তান। জবাবে অস্ট্রেলিয়া ১৯.২ ওভারে ১২৭ রানে অল-আউট হয়ে যায়। ২১ রানে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান।
এদিন ওপেন করত নেমেই অস্ট্রেলিয়াকে বার্তা দিয়ে দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জার্দান। ওপেনিং জুটিতে ১১৮ রান তোলে আফগানিস্তান। গুরবাজ ৪৯ বলে চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রানের ইনিংস খেলেন। আর এক ওপেনার জার্দান ৪৮ বলে ছ’টি বাউন্ডারি হাঁকিয়ে ৫১ রান করেন। এছাড়া র কেউই বড় রান করতে পারেননি। ওমরজাই ২, করিম জনত ১৩, রশিদ খান ২, গুলবাদিন নাইব ০ রানে আউট হন। মহম্মদ নবি ১০ ও খারোতে ১ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট তুলে নেন প্যাট কামিন্স। দুই উইকেট নেন অ্যাডাম জাম্পা। এক উইকেট নেন মার্কাস স্তইনিস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই হতাশ করে অস্ট্রেলিয়া। দলের প্রথম তিন ব্যাটসম্যান দ্রুত ফিরে যান। রানের খাতা খোলার আগেই ফিরে যান ত্রাভিস হেড। তিন রান করে ডেভিড ওয়ার্নার যখন আউট হন তখন দলের রান ১৬। এর পর অধিনায়ক মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল পার্টনারশিপ গড়ার লক্ষ্যে নামলেও ১২ রানে আউট হয়ে যান মার্শ। দলের ৩২ রানে ফেরেন তিনি।
এর পর ক্রিজে দীর্ঘক্ষণ টিকে থাকলেও উল্টোদিকে কোনও সাহায্য পাননি ম্যাক্সওয়েল। মার্কাস স্তইনিস ১১, টিম ডাভিড ২, ম্যাথু ওয়েড ৫, প্যাট কামিন্স ৩, অ্যাশটন আগার ২, অ্যাডাম জাম্পা ৯ রান করে আউট হন। ৪১ বলে ছ’টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৯ রান করে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। জোশ হেজেলউড ৫ রানে অপরাজিত থাকেন। লক্ষ্যে পৌঁছনোর আগেই অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
আফগানিস্তানের দুই ওপেনার যে রান তুলে দিয়ে গিয়েছিলেন তা ধরে রাখেন আফগান বোলাররা। এদিন বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন গুলবাদিন নাইব। চার উইকেট নেন তিনি। ম্যাচের সেরাও তিনি। তিন উইকেট নেন নবীন-উল-হক। একটি করে উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি ও রশিদ খান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার