Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটইতিহাসে আফগানিস্তান, অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪ সেমিফাইনালে দল

ইতিহাসে আফগানিস্তান, অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে টি২০ বিশ্বকাপ ২০২৪ সেমিফাইনালে দল

অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এ গ্রুপ-১-এ মঙ্গলবারে ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ। যার উপর নির্ভর করছিল এই গ্রুপর ভবিষ্যত। সোমবার ভারতের কাছে হারের সঙ্গেই অস্ট্রেলিয়ার সেমিফাইনালের রাস্তা কঠিন হয়ে গিয়েছিল। একমাত্র বাংলাদেশ যদি আফগানস্তানকে হারিয়ে দিত তাহলে একটা সুযোগ থাকত অজিদের কাছে। কিন্তু বাংলাদেশ পুরো টুর্নামেন্টে যে ফর্মে রয়েছে তাতে চূড়ান্ত ফর্মে থাকা আফগানিস্তানকে হারানো তাদের পক্ষে যে সহজ ছিল না তা বোঝার জন্য অতি বড় বিশেষজ্ঞ হওয়াারও প্রয়োজন নেই। হলও তাই, আফগানিস্তানের দেওয়া ১১৬ রানর লক্ষ্যেই পৌঁছতে পারল না বাংলাদেশ। ডিএলএস পদ্ধতিতে ৮ রানে বাংলাদেশ হারতেই বিদায় হয়ে গেল অস্ট্রেলিয়ার আর সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। যদিও ব্যাট হাতে বড় রানে পৌঁছতে পারেননি দলের কেউই। একমাত্র ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ৪৩ রান। এছাড়া ইব্রাহিম জার্দান ১৮, আজমতুল্লাহ ওমরজাই ১০, গুলবাদিন নাইব ৪, মহম্মদ নবি ১ রান করে আউট হন। করিম জনত ৭ ও রশিদ খান ১৯ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ১১৫-৫-এ থামে আফগানিস্তান। যা তাদের জন্য খুব স্বস্তিদায়ক রান ছিল না।

বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে একজন ছাড়া বাকি সবাই হতাশ করেন বাংলাদেশের ব্যাটাররা। একমাত্র ওপেনার লিটন দাস ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অপরাজিতও থাকেন। কিন্তু সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। এছাড়া আর কেউ ১৫ রানের গণ্ডি পার করতে পারেননি। তানজিদ হাসন ০, নাজমুল হোসেন ৫, শাকিব আল হাসান ০, সৌম্য সরকার ১০, তৌহিদ হৃদয় ১৪, মাহমুদুল্লাহ ৬, রিশাদ হোসেন ০, তানজিম হাসান ৩, তাসকিন আহমেদ ২ ও মুস্তাফিজুর রহমান ০ রান করে আউট হন।

১৭.৫ ওভারে ১০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তান ব্যাটে চমক দেখাতে না পারলেও বল হাতে বাজিমাত করায় ইতিহাস রচনা হয় গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বলেই বাজিমাত করেছিলেন আফগানরা। এদিন চারটে করে উইকেট নিলেন নবীন-উল-হক ও রশিদ খান। একটি করে উইকেট নিলেন ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। ম্যাচের সেরা হয়েছেন নবীন-উল-হক। একটা যুদ্ধবিধ্বস্ত দেশের কাছে এটা একটা বড় প্রাপ্তি তো বটেই। দেশের এই পরিস্থিতিতেও আফগানিস্তান ক্রিকেট দলের এই পারফর্মেন্স মনে রাখবে ক্রিকেট বিশ্ব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments