অলস্পোর্ট ডেস্ক: বর্তমানে খেলার অন্যতম সেরা স্পিনার। আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন । ৩ অক্টোবর বিয়ে সেরে ফেললেন তিনি। রশিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে বসেছিল জমকালো বিয়ের আসর। এই একই আসরে একই সঙ্গে বিয়ে সারলেন রশিদ খানের আরও তিন ভাই। এক কথায় একসঙ্গে চার ভাইয়ের বিয়ে হল। বিয়ের উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। আফগান তারকা, যিনি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি স্পিনার হিসাবে ব্যাপকভাবে পরিচিত, তিনি দেশের রীতিনীতি মেনেই বিয়ে সারলেন। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটার তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন। তাঁর বিয়ের জায়গার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আফগানিস্তান ক্রিকেট দলের প্লেয়াররাও।
যে হোটেলে রশিদের বিয়ের আসর বসেছিল তা পুরো নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ রাখা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে সেই হোটেলের বাইরে অনেককে বন্দুক নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। দেখুন ভিডিও:
আফগানিস্তানের অনেক তারকা রশিদকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আফগানিস্তান দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ নবী, রশিদকে তাঁর জীবনের পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন জানানো প্রথম ব্যক্তিদের মধ্যে ছিলেন।
“এক এবং একমাত্র কিং খান, রশিদ খানকে বিয়েতে অভিনন্দন! আপনার আজীবন ভালবাসা, সুখ এবং সাফল্যের কামনা করছি,” এক্সে লিখেছেন তিনি।
রশিদ এই প্রজন্মের সেরা ক্রিকেটারদের একজন, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। দ্রুততম ৫০ এবং ১০০ উইকেট নেওয়া বোলার-সহ তাঁর নামে একাধিক রেকর্ড রয়েছে। অতীতে, রশিদও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর বোলার হয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার