Saturday, February 15, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিল আফগানিস্তান

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিল আফগানিস্তান

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-র আসরে বড় চমক দিল আফগানিস্তান। রবিবার দিল্লিতে ৬৯ রানে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমকে দিলেন আফগানরা। এদিন টস জিতে প্রথমে আআফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলার। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপিয়েছিলেন আফানিস্তান ব্যাটাররা। শেষ পর্যন্ত সেই লড়াই চালিয়ে যান তাঁরা। এদিন ওপেন করতে নেমে দলের রানের ভিতটা তৈরি করে দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ৫৭ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। আর এক ওপেনার ইব্রাহিম অবশ্য মাত্র ২৮ রান করে আউট হয়ে যান।

ভাল শুরু করলেও উল্টোদিক পর পর উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। যা সমস্যায় ফেলে দেয় দলকে। টপ অর্ডারের আর কেউ রহমানুল্লাহকে সাহায্য করতে পারেননি। তিন নম্বরে নামা রহমত শাহ ৩, হশমতুল্লাহ শাহিদি ১৪, জমাতুল্লাহওমরজাই ১৯ রান করে আউট হয়ে যান। এখান থেকেইই আবার নতুন করে দলের রানের হাল ধরে ছয় নম্বরে ব্যাট করতে নামা ইকরাম আলখিল। ৫৮ রান করেন তিনি। এর পর মহম্মদ নবি ৯, রশিদ খান ২৩, মুজিব উর রহমান ২৮, নবীন উল হক ৫ রান করে আউট হয়ে যান। ৪৯.৫ ওভারে ২৮৪ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন আদিল রশিদ। দুই উইকেট নেন মার্ক উড। একটি করে উইকেট নেন রেস টপলে, লিয়াম লিভিংস্টোন ও জো রুট। এদিন যেমন বল হাতে সাফল্য আসেনি গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তেমনই ব্যাট হাতেও ব্যর্থ তাঁরা। ২৮৫ রানের লক্ষ্যে পৌঁছতে পারলেন না ব্রিটিশরা। শুরুতেই মাাাত্র ২ রান করে জনি বেয়ার স্টোর ফিরে যাওয়া বড় রানের লক্ষ্যে ইংল্যান্ডের জন্য ধাক্কা ছিল। আর এক ওপেনার দাবিদ মালান ৩২ রান করেন। এর পর তিন নম্বরে নেমে ১১ রান করে আউট হয়ে যান জো রুট।

এখান থেকে কিছুটা দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক। ৬১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া জোস বাটলার ৯, লিয়াম লিভিংস্টোন ১০, স্যাম কুরান ১০, ক্রিস ওকস ৯, আদিল রশিদ ২০, মার্ক উড ১৮ রান করে আউট হয়ে যান। ১৫ রানে অপরাজিত থাকেন রেস টপলে। ৪০.৩ ওভারে ২১৫ রান করে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মুজিব উর রহমান, রশিদ খান. দুই উইকেট নেন মহম্মদ নবি। একটি করে উইকেট নেন ফজলহক ফারুকি ও নবীন উল হক। ম্যাচের সেরা হয়েছেন মুজিব উর রহমান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments