অলস্পোর্ট ডেস্ক: অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যের পর এবার সূর্যকুমার যাদব। গোড়ালির চোটের নিউজিল্যান্ড ম্যাচে খেলতে পারছেন না হার্দিক। রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচের আগে নেট সেশনের সময় চোট পান সূর্যকুমার যাদব। রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। দুই দলই এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত, চারটি ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই দল। ভাল নেট রান রেটের কারণে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। উল্লেখযোগ্যভাবে, ভারত ২০০৩ সাল থেকে কোনও আইসিসি টুর্নামেন্টে কিউইদের হারাতে পারেনি।
এদিন নেটে অনুশীলনের সময় থ্রোডাউন বিশেষজ্ঞের মুখোমুখি হওয়ার সময় সূর্যকুমার তার কব্জিতে চোট পান। প্রচণ্ড ব্যথায় কুঁকুড়ে যান তিনি। শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাঁকে। আর অনুশীলন চালিয়ে নিয়ে যেতে পারেননি।
এই বছর, সূর্যকুমার ১৪টি ওডিআই খেলেছেন, ১৩ ইনিংসে ২৩.৫৮ গড়ে ২৮৩ রান করেছেন। তার মধ্যে রয়েছে দু’টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান অপরাজিত ৭২। তাঁর স্ট্রাইক রেট ১১৩-র উপর। তার হিটিং দক্ষতা এবং ৩৬০ ডিগ্রি শটের কারণেও তিনি পরিচিত। আর এটিই তাঁর এক্স ফ্যাক্টর। গোড়ালির ইনজুরির কারণে হার্দিক পাণ্ড্যে না থাকায় প্রাথমিকভাবে সূর্যকুমারকে ভাবা হবে ধরেই নেওয়া হয়েছিল। কিন্তু এই চোট টিম ম্যানেজমেন্টের নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।
এছাড়াও, চোট না পেলেও অনুশীলন করার সময় ঈশান কিষাণের ঘাড়ে মৌমাছি কামড়ে দেয়। মৌমাছির কামড়ে সাময়িক সমস্যা হলেও তিনি এখন ঠিকই আছেন তবে দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
এই বছর ১৭টি ওয়ানডেতে, ঈশান ৩৫.০৭ গড়ে এবং ৯৩-এর বেশি স্ট্রাইক রেটে ৪৫৬ রান করেছেন। তিনি ১৫ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি করেছেন, সেরা স্কোর ৮২।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





