Thursday, February 13, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলম্যাচ শেষে পিছন থেকে সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ, তার পর কী হল

ম্যাচ শেষে পিছন থেকে সৌরভকে জড়িয়ে ধরলেন শাহরুখ, তার পর কী হল

সুচরিতা সেন চৌধুরী: গ্যালারি জুড়ে তখন বেগুনি ঝড়। মাঠের ঝড় শুরু থেকেই পৌঁছে গিয়েছিল গ্যালারিতে। আগের দিনগুলোর মতো গ্যালারি না ভরলেও এদিনও উৎসাহের কোনও অভাব ছিল না। স্বয়ং শাহরুখ খান হাজির ছিলেন তাঁর ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে। যা খবর পঞ্জাব ম্যাচের পর থেকে আর তিনি কলকাতা ছাড়েননি। যার ফলে আগের দিন অনুশীলনেও হাজির হয়েছিলেন তিনি। অনেকটা সময়ও কাটিয়েছিলেন দলের সঙ্গে। সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ম্যাচ জিততেই হতো কলকাতা নাইট রাইডার্সকে। ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের শেষ ম্যাচ জিতেই অ্যাওয়ে ট্যুরে বেরতে চেয়েছিলেন গৌতম গম্ভীররা। এর পর আবার দল ঘরের মাঠে ফিরবে ১১ মে। ঘরের মাঠে শেষ ম্যাচ। তার আগে এদিন ম্যাচ শেষে বেশ কিছু সুন্দুর মুহূর্ত তৈরি হল মাঠে, মাঠের বাইরেও।

সাধারণত ম্যাচ শেষে মাঠে নেমে সবার সঙ্গে দেখা করেন শাহরুখ খান। যেটা পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর দেখা যায়নি। সেদিন ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এদিন মাঠে নামলেন, সবার সঙ্গে দেখা করলেন, কথা বললেন। একটা জয় যেভাবে একটা দলকে বদলে দিতে পারে এদিন তারই ছবি দেখা গেল ইডেনে। কিন্তু সব থেকে সুন্দর দৃশ্য তৈরি হল দিল্লি শিবিরের প্রান্তে। এমন নয় যে শাহরুখ শুধু নিজের দলের প্লেয়ারদের সঙ্গেই কথা বলেন। তিনি প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন, তাঁদের জড়িয়ে ধরেন।

ততক্ষণে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে। মাঠের মধ্যে দুই দলের প্লেয়ারদের পাশাপাশি হাজির টিম ম্যানেজমেন্টও। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর শাহরুখ-সৌরভের টক-মিষ্টি সম্পর্কের কথা তো সকলেরই জানা। শুরুর দিকের আইপিএল-এ তো কলকাতা দলেই ছিলেন সৌরভ। তার পরের কাহিনী সবাই জানে। তবে সেই তিক্ত অভিজ্ঞতা, সম্পর্ক এখন অতীত। বরং অনেক আগেই দু’জন দু’জনের প্রতি সৌজন্য দেখিয়েছেন হাসিমুখে। ঠিক যেমনটা গত মরসুমে বিরাট-গম্ভীর ঝামেলার পর এই মরসুমে দু’জন দু’জনের প্রতি সৌজন্য দেখিয়েছেন।

এদিন ম্যাচ শেষ হতেই দেখা যায় কেকেআর প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার চলে গিয়েছেন দিল্লি শিবিরের দিকে সৌরভের কাছে। টানা তাঁর সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলে চলেছেন। এক কথায় তাঁর জ্যন ‘ফ্যান বয়’ মুহূর্ত। সৌরভ মাঝে মাঝে তাঁকে ব্যাটিং স্টান্ট করে দেখাচ্ছেন। প্রায় পুরো সময়টা ধরেই এই সৌরভ-ভেঙ্কটেশ মুহূর্তটা চলল। তার মধ্যেই ঢুকে পড়েন শাহরুখ খান। রীতিমতো পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরেন সৌরভকে। তখন তিনি ব্যস্ত ব্যাটিং দেখাতে। যদিও সাময়িক ভেঙ্কটেশের ব্যাটিং কোচিং বন্ধ করে ঘুরে শাহরুখকে হাগ করেন সৌরভও। দুই পক্ষের হাসি মুখে কথাও হয়। আসলে বড় শুধু পেশায় হওয়া যায় না, বড় হতে হয় মানসিকতায়ও। সমাজের অনেক সেলিব্রিটিরাই এই শিক্ষা দিয়ে যান প্রতিনিয়ত।

এদিন সবার শেষে মাঠ ছাড়েন শাহরুখ। অনেকটাই সময় কাটান ড্রেসিংরুমে। এর পর দল আগে বেরিয়ে যাওয়ার পর তিনি ইডেন চত্তর যখন ছাড়েন তখন ঘড়ির কাটা সাড়ে ১২টা ছুঁই ছুঁই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments