অলস্পোর্ট ডেস্ক: শেষরক্ষা হল না বাংলাদেশের। হওয়ার কথাও ছিল না কিন্তু কলকাতার মাঠ থেকেই ওডিআই বিশ্বকাপ ২০২৩-কে বিদায় জানাতে হল বাংলাদেশকে। বাংলাদেশকে সমর্থন করতে গত দু’দিনে প্রচুর সমর্থক এদেশে এসেছেন। তাঁদের হতাশ মনোরথেই ফিরতে হল। ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে আশা জিইয়ে রাখল পাকিস্তান। তাদের পারফর্মেন্স নিয়েও সমালোচনার ঝড় উঠেছে গোটা দেশে জুড়ে। তার মধ্যে এই জয় কিছুটা ভরসা দেবে পাক দলকে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকে শেষ, কোনওটাই ভাল হয়নি তাদের। ওদেপন করতে নেমে রানের খাতা খোলার আগেই প্যাভেলিয়নে ফিরে যান তানজিদ হাসান। আর এক ওপেনার লিটন দাস চেষ্টা চালিয়ে যান। ৬৪ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। তিনি ও চার নম্বরে নেমে নাজমুল হোসেন শান্ত ৪ ও মুশফিকুর রহিম ৫ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। এর পর পাঁচ নম্বরে নেমে লিটনকে সঙ্গ দেন মাহমুদুল্লাহ। লিটন প্যাভেলিয়নে ফিরে গেলে নামেন অধিনায়ক শাকিব আল হাসান।
মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৫৬ ও শাকিব করেন ৪৩ রান। কিন্তু তা যে বড় রানের জন্য যথেষ্ট ছিল না তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়।
এঁদের বাদ দিলে বাংলাদেশের রানের তালিকাটা অনেকটা এরকম, তৌহিদ হৃদয ৭, মেহেদি হাসান মিরাজ ২৫, তাসকিন আহমেদ ৬ ও মুস্তাফিজুর রহমান৩ রান করে আউট হয়ে যান। এক রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। ৪৫.১ ওভারে ২০৪ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম। দুই উইকেট নেন হ্যারিস রউফ। একটি করে উইকেট নেন ইফতিখার আহমেদ ওউসামা মীর।
জবাবে ব্যাট করতে নেমে ৩২.৩ ওভারে সেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ফখর জামান ১২৮ রানের পার্টনারশিপ করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন। আবদুল্লাহ ৬৮ ও ফখর ৮১ রানের ইনিংস খেলেন। বাকিদের আর বিশেষ কিছু করতে হয়নি। অধিনায়ক বাবর আজম ৯ রান করে আউট হয়ে যান। এর পর মহম্মদ রিজওয়ানের ২৬ ও ইফতিখার আহমেদের ১৭ রানের ইনিংসের সৌজন্যে সহজ জয় তুলে নেয় পাকিস্তান। দু’জনেই অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেই নেন মেহেদি হাসান মিরাজ। ম্যাচের সেরা হয়েছেন ফখর জামান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার