নিজস্ব সংবাদদাতাঃ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও সেই হেরেই গেল সানরাইজার্স হায়দরাবাদ।দলের ব্যাটাররাই মূলত নিরাশ করে। প্রথমে ব্যাট করে তাঁরা মাত্র ১২১ রান করে। আর লখনউ ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, খুব সহজেই ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে যায়।
প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারেননি এডেন মার্করাম। তাই তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন ভুবনেশ্বর কুমার। আর ভুবির নেতৃত্বে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদ বাজে ভাবে হেরেছিল। লখনউয়ের বিরুদ্ধে মার্করাম দায়িত্ব নেওয়ার পরেও বদলাল না তাদের ভাগ্য। ম্যাচ হেরে হায়দরাবাদ অধিনায়ক ব্যাটারদের উপর ক্ষোভ উগরে দেন। যদিও তিনি নিজেও গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরেছিলেন।
মার্করাম ম্যাচের পর বলেন, ‘পর্যাপ্ত রান করতে পারিনি আমরা। ১৫০-১৬০ রান করার লক্ষ্য ছিল। কিন্তু পরপর উইকেট হারিয়েছি। যে কারণে স্কোরবোর্ডে রানের গতি বাড়েনি। আমরা বুঝতে পেরেছিলাম যে, এটি খুব একটা ব্যাটিং সহায়ক উইকেট ছিল না। তবে আমরা লড়াই করতে পেরে খুশি। ওদের (লখনউ) বোলাররা পরিস্থিতি অনুযায়ী দুর্দান্ত বল করেছে। আমাদের বোলাররা ভালো লড়াই করেছে। তবে ওদের লড়াই করার মতো রান আমরা করতে পারিনি। তবু আমাদের বোলাররা ভালো লড়াই করেছে। আবারও অন্য পরস্থিতিতে, যদিও আমাদের দল ইতিমধ্যেই সেখানে খেলেছে। পঞ্জাব কিংস খুব ভালো করছে। কিন্তু রবিবার ওদের ধাক্কা দেওয়ার সুযোগ রয়েছে।’