অলস্পোর্ট ডেস্কঃ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর টেস্ট র্যাঙ্কিং-এ বড় লাফ দিল অজিঙ্ক রাহানে । একধাপে ব্যাটসম্যান হিসেবে ৩৭ নম্বর র্যাঙ্কে উঠে এলেন তিনি। বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। দলে না থাকলেও নিজের জায়গা হাতছাড়া হয়নি অশ্বিনের।
অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে ম্যাচ হারলেও ধরে দুই ইনিংসেই দারুন ব্যাট করেছিলেন রাহানে। প্রথম ইনিংসে ৮৯ করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ৪৬ রান করেন তিনি। এর ফলেই টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকায় অনেকটা উপরে উঠে এলেন তিনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি যথাক্রমে ১২ ও ১৩ নম্বর জায়গা ধরে রেখেছেন। আবার চোটের জন্য দলের বাইরে থাকা বুমরা নেমে গিয়েছেন। দু’ধাপ নেমে বোলারদের র্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন ৮ নম্বরে।
ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দুই দিনে ১৬৩ স্কোর করে হেড তিন ধাপ লাফিয়ে ৮৮৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশাগনে। দুইয়ে উঠে এসেছেন স্টিভ স্মিথ। আর তিনে জায়গা করে নিয়েছেন হেড। এ ছাড়াও অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা নয়ে রয়েছেন (৭৭৭ রেটিং পয়েন্ট)। টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম দশে রয়েছেন অজিদের চার তারকা।
শেষ বার একই দলের তিন জন ব্যাটসম্যান টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনটি স্থান দখল করেছিলেন ১৯৮৪ সালের ডিসেম্বরে। সে বার গর্ডন গ্রিনিজ (৮১০ রেটিং পয়েন্ট), ক্লাইভ লয়েড (৭৮৭ রেটিং পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজের ল্যারি গোমস (৭৭৩ রেটিং পয়েন্ট) টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম তিনটি স্থান দখল করেছিলেন। ৩৯ বছর পর সেই নজির স্পর্শ করলেন তিন অজি ব্যাটার লাবুশাগনে, স্মিথ এবং হেড। স্কট বোল্যান্ড আবার পাঁচ ধাপ উপরে উঠে ৩৬তম (৫৩৪ রেটিং পয়েন্ট) স্থানে জায়গা করে নিয়েছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার