Saturday, February 15, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅজিত আগরকর-ই কি তাহলে নির্বাচক কমিটির পরবর্তী চেয়ারম্যান

অজিত আগরকর-ই কি তাহলে নির্বাচক কমিটির পরবর্তী চেয়ারম্যান

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় সিনিয়র পুরুষ ক্রিকেট দলের নির্বাচক পদের জন্য আবেদন জানালেন ভারতের প্রাক্তন বোলার অজিত আগরকর । বেশ কয়েকদিন ধরেই তাঁর নাম ঘিরে জল্পনা চলছিল। সম্প্রতি তিনি সরে দাঁড়িয়েছেন তাঁর আগের দায়িত্ব থেকেও। তার পর থেকেই এই জল্পনা আরও করে নিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে হওয়া শুরু হয়। আর এদিন তাঁর আবেদনপত্র জমা পড়ার সঙ্গেই সব জল্পনায় আপাতত ইতি টানা গেল বলেই মনে করা হচ্ছে।

ইএসপিএন-এর খবর অনুযায়ী, ভারতীয় পুরুষ সিনিয়র দলের নির্বাচক পদের জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন আগরকর। গত ২২ জুন নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। একটি মাত্র পদের জন্যই এই আবেদনপত্র চাওয়া হয়েছিল। নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা ইস্তফা দেওয়ার পর থেকেই সেই জায়গা খালি রয়েছে।

আবেদনের জন্য নির্ধারিত দিন শেষ হওয়ার একদিন আগেই বোর্ডের কাছে পৌঁছল আগরকরের আবেদন। ৪৫ বছরের এই প্রাক্তন ভারতীয় বোলার নির্বাচকদের চেয়ারম্যান পদের জন্য অন্যতম দাবিদার বলেই মনে করা হচ্ছে। তিনি ভারতের জার্সিতে ২৬টি টেস্ট ও ১৯১টি একদিনের ম্যাচ খেলেছেন। যদি আগরকরকেই বেছে নেওয়া হয় তাহলে পশ্চিমাঞ্চল থেকে দু’জন নির্বাচককে দেখা যাবে কমিটিতে। এই একই জোন থেকে কমিটিতে রয়েছেন সলীল আঙ্কোলা। এছাড়া রয়েছেন শিব সুন্দর দাব, এস শরথ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়।

অজিত আগরকর আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফের অন্যতম সদস্য ছিলেন। নির্বাচক পদের জন্য আবেদন করার আগে সেই ‌পদ থেকে সরে দাঁড়ান তিনি। না হলে স্বার্থের সংঘাতের মধ্যে পড়তে হত তাঁকে। এবং তিনি এই পদের জন্য আবেদনও জানাতে পারতেন না। বৃহস্পতিবার দিল্লির তরফেই জানানো হয়েছিল আগরকর ও শেন ওয়াটসন তাঁদের যাঁর যাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত আগরকর মুম্বই ক্রিকেটের নির্বাচক কমিটির চেয়ারম্যা‌ন হিসেবে কাজ করেছিলেন। যে কারণে তাঁর অভিজ্ঞতাও রয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments