অলস্পোর্ট ডেস্ক: তারকা তকমা পিছনে ফেলে ভারতীয় ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করে দিয়েছে বিসিসিআই। বিশেষ করে দিনের পর দিন ফর্মের বাইরে থাকা সিনিয়র প্লেয়ারদের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড। সেই নির্দেশেই রোহিত শর্মার মতো তারকা রঞ্জি ট্রফি খেলতে নেমেছেন। কিন্তু ঘরোয়া ক্রিকেটেও ফর্মে ফের হল না রোহিতের। বিরাট এখনও নামেননি। তবে দিল্লির হয়ে শেষ লিগের ম্যাচে হয়তো তাঁকেও খেলতে দেখা যাবে। তবে বৃহস্পতিবার বাকি সব জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেছিলেন। আর সকলেই ব্যর্থ।
এদিন মুম্বই ক্রিকেট দলের হয়ে খেলতে নেমেছিলেন একঝাঁক তারকা ক্রিকেটার। সেই তালিকায়। যেমন ছিলেন রোহিত শর্মা তেমনই চচিলেন যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়াররা। যদিও এই মরসুমে প্রথম থেকেই ঘরোয়া ক্রিকেট খেলছেন শ্রেয়াস। সাফল্যও এসেছে। যার ফলে দীর্ঘদিন পর আবার জাতীয় দলে ফেরানো হয়েছে তাঁকে। তবে এদিনও তিনিও ব্যাট হাতে ব্যর্থ। তাঁর ব্যাট থেকেএল মাত্র ১১ রান। এই দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি এখন আর জাতীয় দলে সুযোগ পান না, তবে ঘরোয়া ক্রিকেট খেলেন। এদিন তিনিও ব্যর্থ। ১২ রান করেন তিনি। তবে এই ম্যাচে সবাই তাকিয়ে ছিলেন রোহিত ও যশস্বীর দিকে।
দু’জনেই এদিন হতাশ করলেন। রোহিত ফিরলেন মাত্র ৩ রানে। যশস্বীর সংযোজন ৪। বরং জাতীয় দলে ব্রাত্য শার্দূল ঠাকুরে ব্যাট থেকে এল হাফ সেঞ্চুরি। এদিন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। সেখানেই ব্যর্থ ভারতীয় জাতীয় দলের দুই তারকা। ১৯ বলে ৩ রান করে রোহিত আউট হলেন অনামী উমর নাজির মীরের বলে। এদিন রোহিতের খেলা দেখতে বিকেসি গ্রাউন্ডে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। কিন্তু তিনি আউট হতেই খালি হয়ে যায় গ্যালারি। মুম্বইও ১২০ রানে অল আউট হয়ে যায়।
অন্যদিকে এদিন দিল্লি বনাম সৌরাষ্ট্রের ম্যাচে দেখা গেল ঋষভ পন্থ বনাম রবীন্দ্র জাডেজা লড়াইও। তবে পন্থ ব্যর্থ হলেও সাফল্য পেলেন জাডেজা। পন্থের ব্যাট থেকে এল মাত্র ১ রান। আর সৌরাষ্ট্রের হয়ে বল হাতে ১৭.৪ ওভারে মাত্র ৬৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা।৩৮ রানও করলেন। এখানেই শেষ নয়। এদিন পঞ্জাবের হয়ে খেলতে নেমেছিলেন আরও এক তারকা ব্যাটার শুভমান গিল। দলের অধিনায়কও তিনি। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের সহঅধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ তিনিও। করলেন মাত্র ৪ রান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার