অলস্পোর্ট ডেস্ক: ২০১৯ ওডিআই বিশ্বকাপে অম্বাতি রায়ডু-কে বাদ দিয়ে বিজয় শঙ্করকে নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সিনিয়র নির্বাচক কমিটিকে। এই খবরে সোশ্যাল মিডিয়ায় রায়ডুর প্রতিক্রিয়া আগুনে ঘি ঢালার কাজ করেছিল এবং তার পর থেকে এই অভিজ্ঞ ব্যাটার আর কখনও ভারতের হয়ে খেলেননি। তাঁর ক্রিকেট কেরিয়ার শেষে, রায়ডু অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে শঙ্করের বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত কিছু ছিল না কিন্তু তাঁর নির্বাচনের পেছনের যুক্তি তিনি বুঝতে পারেননি কারণ তিনি এমন একজন খেলোয়াড় যিনি ৬ বা ৭ নম্বরে ব্যাটিং করতে পারত ৪ নম্বরে নয়।
টিভি৯ তেলুগুর সঙ্গে একটি সাক্ষাৎকারে, রায়ডু বলেন যে নির্বাচকরা মিডল-অর্ডারে একজন বিশেষজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানের মতো কাউকে বাছাই করলে তিনি সন্তুষ্ট হতেন এবং শঙ্কর নয় যে একজন অন্য ধরনের এব্য পর্যায়ের খেলোয়াড় ছিলেন।
“দেখুন রাহানে বা সেরকম কোনও খেলোয়াড়ের মতো কাউকে বা অভিজ্ঞ এবং সিনিয়র কাউকে বাছাই করলে বোঝা যেত। সবাই চায় ভারত জিতুক। ওরা আমাকে বেছে নেয়নি যে কোনও কারণে যা শুধু ওরাই জানে। কিন্তু আপনি যখন আমার জায়গায় কাউকে নিয়ে আসবেন তখন সেটা দলের জন্যও সহায়ক হওয়া উচিত। সেখানেই আমি রেগে গিয়েছিলাম। এটা বিজয় শঙ্করের কথা নয়। তিনি কী করতে পারতেন? তিনি তাঁর ক্রিকেট খেলছিলেন। পেছনের চিন্তা যাই হোক না কেন আমি পারিনি। আমি বুঝতে পারছিলাম না ওরা বিশ্বকাপ খেলছে নাকি সাধারণ লিগ ম্যাচ,” রায়ডু বলেন।
তিনি আরও বলেন, ‘‘দল নির্বাচন একজনের কাজ নয়। যেমন, টিম ম্যানেজমেন্টে কিছু লোক আছে, তাদের কারণে হতে পারে। যেমন হায়দরাবাদের এক ভদ্রলোক ছিলেন। হয়তো তিনি আমাকে পছন্দ করেননি বা অতীতের কিছু ঘটনার কারণে তারা আমাকে অন্যভাবে দেখতে পারে। তাই আমার কেরিয়ার এই ধরণের লোক দেখানো চক্রের মতো হয়ে উঠেছে।’’
তার ভাইরাল ‘থ্রিডি চশমা’ টুইট সম্পর্কে কথা বলতে গিয়ে, চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ব্যাটসম্যান বলেছেন, “সবাই বিজয় শঙ্করের পক্ষে গিয়েছিল। আমার সেই উদ্দেশ্য ছিল না। আমি তাদের চিন্তাভাবনা এবং যুক্তি বুঝতে পারিনি। আপনি যদি আমার বিকল্প নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি একইরকম একজন খেলোয়াড় বাছাই করতে পারতেন। আপনি কীভাবে একজন খেলোয়াড়কে বেছে নিতে পারেন যিনি ৬-৭ নম্বরে খেলেন এবং তাঁকে ৪ নম্বরে রাখা হয়? বিজয় শঙ্কর এবং এমএসকে প্রসাদের বিরুদ্ধে আমার ব্যক্তিগত কিছু নেই। আমি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একই কন্ডিশনে খেলেছি। আমি ভালো ভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কী হয়েছিল তার উত্তর কেবল তারাই দিতে পারবেন।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার