অলস্পোর্ট ডেস্ক: চেন্নাই সুপার কিংস জয়ের পথে দারুণভাবে ফিরে এসেছে। তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান এবং রবীন্দ্র জাদেজার তেজ এবং ঋতুরাজ গায়কোয়াড় এবং শিবম দুবের দুর্দান্ত খেলায় চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে সাত উইকেটে জয় তুলে নিয়েছে। সোমবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে গ্যালারিতে সারাক্ষণই ছিল হলুদ ঝড়। কিন্তু সেই ঝড়ের গতি সঙ্গে শব্দ কয়েক হাজার গুণ বেড়ে যায় ধোনি মাঠে নামতেই। টুর্নামেন্টে কেকেআরের অপরাজিত রানের অবসান ঘটিয়ে সিএসকে তাদের দুর্গে আধিপত্য বজায় রাখে। চেন্নাই অধিনায়ক গায়কোয়াড় ৬৭ রানে অপরাজিত থাকেন এবং বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।
এমএস ধোনি যখন ব্যাট করতে আসেন তখন ম্যাচ পকেটে প্রায় পুড়ে ফেলেছে চেন্নাই। তিনি মাত্র এক রানই করার সুযোগ পান। তাও ধোনি নামতেই ‘ধোনি ধোনি’ চিৎকারে ফেটে পড়ে পুরো গ্যালারি। সেই সময় কেকেআরের আন্দ্রে রাসেল বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। তাঁর রীতিমতো কান ঝালাপালা অবস্থা হয়। যার ফলে তিনি হাত কান বন্ধ করে রাখতে বাধ্য হন।
ম্যাচ সম্পর্কে কথা বলতে গেলে, গায়কোয়াড় এবং রাচিন রবীন্দ্র ১৩৮ রানের লক্ষ্যে শুরুটা ভালই করে দিয়েছিলেন। কেকেআর ব্যাটারদের মতো এই ম্যাচে বোলাররাও হতাশ করেন।
কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১৩৭/৯ (শ্রেয়াস আইয়ার ৩৪, সুনীল নারিন ২৭) করে প্রথমে বিরাট করে। জবাবে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ১৪১/৩ (রুতুরাজ গায়কওয়াড ৬৭, শিবম দুবে ২৮; বৈভব অরোরা ২-২৮)-এ পৌঁছে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার