Sunday, November 16, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটঅভিষেক আনসুল কম্বোজের, দলে সাই সুদর্শন, শার্দুল ঠাকুরও

অভিষেক আনসুল কম্বোজের, দলে সাই সুদর্শন, শার্দুল ঠাকুরও

অলস্পোর্ট ডেস্ক:‌ আভাসটা আগেই দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। বলেছিলেন, চোট পাওয়া আকাশদীপের জায়গায় তাঁর প্রথম পছন্দ পেসার আনসুল কম্বোজ। সেইমতো বুধবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র‌্যাফোর্ড টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক ঘটল কম্বোজের। ভারতের ফার্স্ট ইলেভেনে আরও দুটি বদল ঘটেছে। সেটাও বোঝা গিয়েছিল গত দু’‌দিনের নেট প্র‌্যাকটিস দেখে। করুণ নায়ার ও নীতিশকুমার রেড্ডি জায়গায় দলে এসেছেন সাই সুদর্শন ও শার্দুল ঠাকুর।

এই দল নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় চিফ কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শুভমান গিলের মাথায় কাজ করেছে ওল্ড ট্র‌্যাফোর্ডের আবহাওয়ার পূর্বাভাসের কথা ভেবে। পূর্বাভাস আছে ম্যাঞ্চেস্টারে বৃষ্টি হতে পারে ম্যাচের ৫দিনই। তবে সেই আশঙ্কার মাঝেই ওল্ড ট্র‌্যাফোর্ডের পিচ বল গড়িয়েছে। টসে জিতে ইংল্যান্ড অধিনায়ক টসে জিতে বোলিং নিয়ে ভারতকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর।

ইংল্যান্ড দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। লর্ডসে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া স্পিনার শোয়েব বশিরের জায়গায় দলে এসেছেন লিয়াম ডসন। হাতে চোট পাওয়ায়। ৫ টেস্টের সিরিজে ২-‌১ এগিয়ে থেকে ইংল্যান্ড যখন মানসিকভাবে এগিয়ে থেকে ম্যাচ খেলতে নেমেছে, তখন তৃতীয় টেস্টে হারলেও চতুর্থ ইনিংসে শেষপর্যন্ত লড়ে মাত্র ২২ রানে হারটা বাড়তি মনোবল হিসেবে কাজ করছে ভারতীয় ক্রিকেটারদের কাছে চতুর্থ টেস্টে।

ভারতীয় দলের হয়ে ওপেন করেছেন যশশ্বী যশওয়াল ও কেএল রাহুল। প্রথম ইনিংসে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করে ১৭.‌৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের রান ৫২। যশশ্বীর রান ১৮, কেএল রাহুলের রান ৩২।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments