Monday, January 13, 2025
No menu items!
Google search engine
Homeআইপিএলগৌতম গম্ভীরের প্রথম প্রেম কি জানেন? ক্রিকেট কিন্তু একদমই নয়

গৌতম গম্ভীরের প্রথম প্রেম কি জানেন? ক্রিকেট কিন্তু একদমই নয়

অলস্পোর্ট ডেস্ক: তিনি মোটেও হাসেন না। নামের মতোই গম্ভীর তিনি। সঙ্গে ঠোঁট কাটা বদনাম তো রয়েছেই। তাও যে তাঁকে হাসি নিয়ে প্রশ্নের সামনে পড়তে হবে তা কে জানত। কেকেআর নাইট ডাগআউট পডকাস্টে তাঁর সামনে এমন অস্বাভাবিক প্রশ্নেও অবশ্য তিনি বিচলিত নন। তিনি এমনই। কেকেআর-এর নামের সঙ্গে তাঁর নাম জুড়ে থাকলেই দলের সাফল্য কথা বলে। তাই হয়তো আবারও তাঁকে নাইটদের সারথী করে নিয়ে এসেছেন শাহরুখ খান। তিনি গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর।

দলের পডকাস্টে তাঁকে তাঁর হাসি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘মানুষ আমার হাসি দেখতে আসে না, মানুষ কেকেআরের জয় দেখতে আসে।” ওই যে প্রথমেই বলেছিলাম তিনি গম্ভীর সঙ্গে ঠোঁটকাটাও। কেকেআর-এর ম্যাজিকম্যান তিনি। কখনও তিনি যখন বেজায় ভাল মুডে থাকেন তখন তাঁর ঠোঁটের কোণায় এক চিলতে হাসির ঝলক দেখতে পাওয়া যায় বইকি। এই তো সেদিন যেমন পয়লা বৈশাখের ঠিক আগের দিন। প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলন সেরে সাংবাদিকদের উদ্দেশে রসোগোল্লার সঙ্গে রসিকতাও দিয়ে গিয়েছিলেন। তাই তিনি হাসেনও মাঝে মাঝে। তবে কেকেআর তাঁর কাছে যে অনেকটাই তা পরিষ্কার।

ঠিক যেভাবে কেকেআর সমর্থকদের নিয়ে তাঁর আত্মবিশ্বাস ঠিক যেন ২০১০ বিশ্বকাপ ফাইনালের সেই চোয়ালচাপা ৯৭ রানের মতো। তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি যে কেকেআর-এর এই দেশে সবচেয়ে বিশ্বস্ত এবং আবেগী ভক্ত রয়েছে।” আর সেই বিশ্বাসই তাঁকে কেকেআর-এর হয়ে সাফল্য এনে দিয়েছে। তিনি বলছিলেন, ‘‘আমি প্রতিবার মাঠে বিজয়ী হতে চাই। ফলাফল আমার কাছে গুরুত্বপূর্ণ।”

তবে ক্রিকেট যতই তাঁকে সাফল্য এনে দিক না কেন তাঁর প্রথম প্রেম যে ক্রিকেট নয় তা অনেকেই জানেন। তবুও প্রথম প্রেম সম্পর্কে তাঁর ভালবাসার কথা তিনি বার বার বলেছেন। “আমি ভারতীয় সেনাবাহিনীকে ভালোবাসি। সেটাই এখনও আমার প্রথম প্রেম। আমার জীবনের একমাত্র আফসোস আমি সেনাবাহিনীতে যোগ দিতে পারিনি। আমি যখন একাদশ শ্রেণীতে ছিলাম তখন আমি এনডিএ-তে যোগ দেওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু কখনও কখনও ভাগ্যের নিজস্ব গতি প্রকৃতি থাকে এবং আমি এনডিএ-র পরিবর্তে এনসিএ-তে গিয়ে আটকে যাই।

তাঁর কথায় একাধিক বিষয় উঠে এসেছে ঠিকই কিন্তু ঘুরে ফিরে আবারও চলে এসেছে বর্তমান দল, তাঁর খেলাপ্রীতি, দলের প্লেয়ার প্রসঙ্গ। আগের ম্যাচেই সেঞ্চুরি করার পর সুনীল নারিন স্বীকার করে নিয়েছিলেন তিনি মোটেও দলের হয়ে ওপেন করার বিষয়ে নিশ্চিত ছিলেন না। তাঁর নিজের উপর বিশ্বাস ছিল না। কিন্তু তাঁকে সেই বিশ্বাস জুগিয়েছিলেন গম্ভীর। এদিন সুনীল নারিন সম্পর্কে তিনি বলেন, “আমি ইন্দোরে ওর আন্তর্জাতিক অভিষেকে সুনীল নারিনের মুখোমুখি হয়েছিলাম এবং ৭-৮ বলের মধ্যেই আমি বুঝতে পেরেছিলাম যে তিনি খেলার কিংবদন্তি হয়ে উঠতে চলেছেন বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে।” নারিনের পাশাপাশি তিনি নিজের দল নিয়েও আত্মবিশ্বাসী। প্রতিভা নয় তিনি দলের সাহসকেই এগিয়ে রাখছেন।

তাঁর মুখে শাহরুখ খানের প্রশংসাও শোনা গেল। তিনি বলেন, “আমি বহুবার বলেছি  শাহরুখ খান আমার সঙ্গে কাজ করা সেরা মালিক। আমার অধিনায়কত্বের সাত বছরে, আমরা ক্রিকেট নিয়ে সাত মিনিটও কথা বলিনি। ব্যাড প্যাচের সময়, আমি নিজেকে দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছিলাম, তাই আমি গিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি আমাকে শুধু একটাই কথা বলেছিল, যতক্ষণ না তুমি এখানে আছ, ততক্ষণ তুমি নিজেকে বাদ দেবে না।”

(গৌতম গম্ভীরের সাক্ষাৎকার— KKR Knights Dugout Podcast)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments