অলস্পোর্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর বুধবার তাদের রঞ্জি ট্রফি প্লেট ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গোয়াকে কমান্ডিং পজিশনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রথম শ্রেনীর ক্রিকেটে অর্জুন তাঁর প্রথম পাঁচ উইকেট তুলে নিয়েছেন। গোয়ার বিরুদ্ধে এক দিনে অরুণাচল প্রদেশ ৮৪ রানে অলআউট হয়ে গিয়েছে। নীলম ওবি, নাবাম হাচাং, চিন্ময় পাতিল, জয় ভাবসার এবং মোজি ইটেকে আউট করেন অর্জুন। তাঁর পরিসংখ্যান ৫/২৫। অরুণাচল প্রদেশের ইনিংস ৩০.৩ ওভারে গুটিয়ে যাওয়ার পিছনে ২৫ বছর বয়সী মোহিত রেডকার (৩/১৫) এবং কিথ পিন্টো (২/৩১) নিয়ে যোগ্য সঙ্গত দেন।
ম্যাচের দ্বিতীয় ওভারে হাচাংয়ের (০) উইকেট নিয়ে শুরু করেন অর্জুন। ১২তম ওভারে পর পর বলে ওবি এবং ভাবসারকে আউট করার পর হ্যাটট্রিকের লক্ষ্যে ছিলেন তিনি। কিন্তু তেমনটা না হলেও নিজের নামে আরও দুই উইকেট লিখে নেন তিনি।
অরুণাচলের পাতিল এবং ইটেই তাঁর শেষ দুই শিকার। এর পর রেডকার এবং পিন্টো সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন।
মুম্বই ইন্ডিয়ান্স (MI) তাঁকে আইপিএল ২০২৫-এর জন্য না রাখার সিদ্ধান্ত নেওয়ার পরে অর্জুনের এটাই নিঃশব্দ জবাব বলে অনেকেই মনে করছেন। যদিও অর্জুন আইপিএল ২০২৫ মেগা নিলামের অংশ হবেন।
অর্জুন চলতি প্রথম-শ্রেণির ক্রিকেট মরসুমে গোয়ার ইনিংসে ম্যাচ জয়ী নয়-উইকেট এবং ডাঃ (ক্যাপ্টেন) কে থিমাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে আয়োজক কর্ণাটকের বিরুদ্ধে ১৮৯ রানে জয় দিয়ে শুরু করেছিলেন, যেটি কেএসসিএ ইনভিটেশনাল নামেও পরিচিত। রাজ্য দলগুলোর জন্য প্রাক-মরসুম মিট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার