অলস্পোর্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ ২০২৩ ফাইনাল ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বিশ্রামে থাকা খেলোয়াড়দের শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলায় ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয় ক্রিকেট দল প্রথম একাদশে মোট ছ’টি পরিবর্তন এনেছে। বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্যে, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ দলে ফিরেছেন এবং আহত অক্ষর প্যাটেলের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ম্যাচে। প্যাটেল গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কিন্তু সেদিনই ম্যাচে চোটের শিকার হন তিনি।
টসের পর রোহিত বলেন, ‘‘প্রথমে ব্যাট করতে পারলে ভাল হত, পিচ শুকনো। তবে আমরা আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা যতই রান করুক, আমরা তা চেস করে নেব। এটি একটি ভাল সুযোগ আক্রমণাত্মক বল ছুঁড়ে দেওয়ার এবং তাতে পিচ কতটা সঙ্গ দেয় তা দেখার। গত ম্যাচে আমরা সত্যিই অনেকটা কাছাকাছি গেম নিয়ে যেতে পেরেছিলাম। আজ আমাদের কাজ হল ভাল বল করা, এবং তারপর দেখা যাক আমরা ব্যাটে কতটা কী করতে পারি।”
‘‘ভক্তদের ভিড় ভালই চোখে পড়ছে, উভয় দলের জন্যই ভাল সমর্থন রয়েছে কিন্তু সম্ভবত শ্রীলঙ্কার জন্য একটু বেশি আছে। আশা করি, তারা একটি ভাল ফাইনালের সাক্ষী হবে। গত ম্যাচে বিশ্রামের পরে সবাই ফিরে এসেছে, অক্ষর চোট পেয়েছে তাই ওয়াশিংটন সুন্দর তাঁর জায়গায় খেলবেন,’’ রোহিতকে দলগঠন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন।
ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা (প্রথম একাদশ): পথুম নিসঙ্কা, কুসশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথ ওয়েললাগে, দুশান হেমন্ত, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার