Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটএশিয়া কাপ ২০২৩-এর দিন ঘোষণা, পড়শি দেশে খেলবেন রোহিতরা  

এশিয়া কাপ ২০২৩-এর দিন ঘোষণা, পড়শি দেশে খেলবেন রোহিতরা  

অলস্পোর্ট ডেস্কঃ অবশেষে এশিয়া কাপ ২০২৩ আয়োজন নিয়ে জট কাটল। শেষমেশ হাইব্রিড মডেলেই আয়োজিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট। ওয়ান ডে বিশ্বকাপের আগে এবছর এশিয়া কাপ যে ৫০ ওভারের ফর্ম্যাটে আয়োজিত হবে, তা আগেই জানা ছিল সবার। এবার এশিয়ান ক্রিকেট সংস্থার তরফে টুর্নামেন্টের দিনক্ষণ ও ম্যাচকেন্দ্র ঘোষণা করা হল।

এবছর এশিয়া কাপ শুরু হবে ৩১ অগস্ট। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিকভাবে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ওদেশে টুর্নামেন্টের মাত্র ৪টি ম্যাচ খেলা হবে। ১৩ ম্যাচের টুর্নামেন্টের বাকি ৯টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায়। বলা বাহুল্য, ভারত টুর্নামেন্টে তাদের সব ম্যাচ খেলবে দ্বীপরাষ্ট্রে।

বিসিসিআইয়ের আপত্তিতেই পাকিস্তানে এশিয়া কাপের সব ম্যাচ আয়জিত হচ্ছে না। পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হলে ভারতীয় দল টুর্নামেন্টে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়। এমনকি পিসিবির প্রস্তাবিত হাইব্রিড মডেলেও প্রাথমিকভাবে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সঙ্গে আরও কয়েকটি ক্রিকেট বোর্ড দাবি জানায় পাকিস্তানের বাইরে গোটা টুর্নামেন্ট আয়োজন করার। তবে ঘরের মাঠে টুর্নামেন্টের কিছু ম্যাচ আয়োজন করার দাবিতে পিসিবি নাছোড়বান্দা ছিল। শেষমেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব মেনে নেওয়া হয়।

কবে শুরু হবে এশিয়া কাপ৩১ অগস্ট শুরু হবে এশিয়া কাপ ২০২৩।

কতদিন চলবে টুর্নামেন্টএশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলা হবে ১৭ সেপ্টেম্বর। সুতরাং ১৮ দিন ধরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।

টি ম্যাচ খেলা হবে: লিগ পর্ব, সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে মোট ১৩টি ম্যাচ খেলা হবে এশিয়া কাপে। গ্রুপ লিগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। ২টি গ্রুপ থেকে ২টি করে দল সুপার ফোরের যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ১টি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের প্রথম ২টি স্থানে থাকা দল নিজেদের মধ্যে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে।

কতগুলি দল অংশ নেবে টুর্নামেন্টেভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল, এই ৬টি দল অংশ নেবে টুর্নামেন্টে।

গ্রুপ বিভাগ:-
এ-গ্রপ: ভারত, পাকিস্তান ও নেপাল।
বি-গ্রুপ: শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments