অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ ৩১ অগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছে। এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপাল মোট ১৩টি ওডিআই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। এসিসি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী টুর্নামেন্টটি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই হতে চলেছে। পাকিস্তান চারটি ম্যাচ আয়োজন করবে এবং বাকি নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
পাকিস্তানে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল কিন্তু নতুন মডেল তাদের ১৫ বছর পর এশিয়া কাপের খেলা আয়োজনের অনুমতি দিচ্ছে। টুর্নামেন্টের ২০২৩ সংস্করণে দু’টি গ্রুপ থাকবে এবং দু’টি করে শীর্ষ দল সুপার ফোর পর্বে যাবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মতে, এশিয়া কাপে পাকিস্তানে মাত্র চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শ্রীলঙ্কায় ন’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখযোগ্যভাবে, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কয়েক মাস ধরে এশিয়া কাপের ভেন্যু নিয়ে টানাপড়েনের মধ্যে ছিল। বিসিসিআই এশিয়া কাপের জন্য পাকিস্তানে তার দল পাঠাবে না জানিয়ে দিয়েছিল। এসিসিকে এর সমাধানে ভিন্ন রাস্তা খুঁজে বের করতেই হত।
যদিও পাকিস্তান পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে নিয়ে যেতে রাজি ছিল না, তারা শেষ পর্যন্ত একটি হাইব্রিড মডেলের প্রস্তাব করেছিল যা কিছু খেলা দেশে এবং কিছু শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। সেই মতই বেছে নেওয়া হল ভেন্যু।
এশিয়া কাপ আয়োজনের এই সমস্যা এ বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওডিআই বিশ্বকাপের সময়সূচীকেও প্রভাবিত করেছিল। এশিয়া কাপের সময়সূচী এবং এর স্থানগুলি এখন চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে, আইসিসি শীঘ্রই ওয়ানডে বিশ্বকাপের সময়সূচীও ঘোষণা করতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার