Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটশতরান করলেন হেড, টেস্ট ফাইনালের প্রথম দিনে বড় রানের পথে অস্ট্রেলিয়া  

শতরান করলেন হেড, টেস্ট ফাইনালের প্রথম দিনে বড় রানের পথে অস্ট্রেলিয়া  

অলস্পোর্ট ডেস্কঃ  আইপিএল খেলে আসা মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের টি-টোয়েন্টি ব্যাটিংই দেখাতে শুরু করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। হেডের শতরানে ভর করে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে তুলল ৩২৭ রান।  

হেড প্রথম ব্যাটার যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করলেন। সেই শতরান এল মাত্র ১০৬ বলে। ২২টি চার এবং একটি ছক্কা হাঁকান হেড। তিনি ব্যাট করতে আসার পরেই অস্ট্রেলিয়ার রানের গতি বেড়ে যায়। উমেশ যাদব, শার্দূল ঠাকুরেরা বুঝতেই পারছিলেন না কী ভাবে হেডকে আটকাবেন। শামি এবং সিরাজ মাঝে মধ্যে তাঁকে বিব্রত করলেও ক্রিজ থেকে সরাতে পারেননি। হেড ব্যাট করতে নামার সময় অস্ট্রেলিয়ার ছিল ৭৬ রান। সেখান থেকে দিনের ১৪৬ রানে অপরাজিত হেড যখন সাজঘরে ফিরছেন, অস্ট্রেলিয়ার তখন ৩২৭ রান।

হেড শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন। কিন্তু তাঁর উল্টো দিকে থাকা স্টিভ স্মিথ একেবারেই ধীরস্থির ভাবে রান করছিলেন। দিনের শেষে তিনিও শতরানের দোরগোড়ায়। ৯৫ রানে অপরাজিত স্মিথ। দ্বিতীয় দিনের শুরুতেই শতরান করে ফেলতে পারেন তিনি। ৯৫ রান তুলতে স্মিথ নিলেন ২২৭টি বল। ১৪টি চার মারেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ এবং হেড ২৫১ রানের জুটি গড়েন। প্রথম দিনে মধ্যাহ্নভোজের পরেই নেমেছিলেন হেড। সেখান থেকে দিনের শেষ পর্যন্ত টিকে গেলেন তিনি। কোনও ভাবেই জুটি ভাঙতে পারল না ভারত।

প্রশ্ন উঠতে পারে শ্রীকর ভরতকে দলে নেওয়া নিয়েও। উইকেটের পিছনে তিনি দু’টি ক্যাচ নিলেও খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। একটি সহজ বল যে ভাবে গলালেন ভরত, তা পাড়ার ক্রিকেটে হলেও কথা শুনতে হত। ঋষভ পন্থ না থাকায় অনেকের মতে ঋদ্ধিমান সাহাকে এই ম্যাচে ফেরানো উচিত ছিল। ভরতের উইকেটরক্ষা দেখে যা বুধবার আরও এক বার মনে করিয়ে দিল। অজিঙ্ক রাহানেকে অভিজ্ঞতার কারণে ফেরানো হলে ঋদ্ধি কেন নয়? অনেক দিন পরে আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রাহানে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘‘রাহানে আসায় দলের অভিজ্ঞতা বেড়েছে। ও ৮০-র বেশি টেস্ট খেলেছে। দলের সাফল্যে অনেক অবদান রয়েছে। অনেক দিন রাহানে দলের বাইরে ছিল। কিন্তু আমার মনে হয় ওর যা অভিজ্ঞতা তাতে খুব একটা সমস্যা হবে না।’’

প্রথম দিনের শেষে শামি দিয়েছেন ৭৭ রান, সিরাজ দিয়েছেন ৬৭ রান। একটি করে উইকেট নিয়েছেন তাঁরা। শার্দূল একটি নিয়ে দিয়েছেন ৭৫ রান। উমেশ ১৪ ওভার বল করে দিয়েছেন ৫৪ রান। একমাত্র স্পিনার রবীন্দ্র জাডেজা দিয়েছেন ৪৮ রান। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বাকি সাত উইকেট যত তাড়াতাড়ি তুলতে পারবেন তাঁরা, ততই ভারতের জন্য ভাল। কারণ ওভালের পিচ ব্যাটারদের সাহায্য করলেও প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের সুইং এবং বাউন্স চাপে ফেলে দিতেও পারে রোহিতদের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments