অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি২০ -তেও চলল হাড্ডাহাড্ডি লড়াই। পর পর তিন ম্যাচে প্রথম ব্যাট করা দল ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেল। মঙ্গলবার গুয়াহাটিতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভারত থামে ২২২-৩-এ। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত লড়াই দেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। যদিও সিরিজে টিকে থাকতে এই ম্যাচ জিততেই হত অস্ট্রেলিয়াকে। কারণ ভারত ইতিমধ্যেই পাঁ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে থেকেই তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত। কিন্তু শেষ ওভারের থ্রিলিংয়ে তৃতীয় ম্যাচ পাঁচ উইকেটে জিতে সিরিজে টিকে থাকল অস্ট্রেলিয়া। ২০ ওভারে ২২৫-৫-এ থামে অস্ট্রেলিয়া। কাজে লাগল না রুতুরাজের সেঞ্চুরি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি ভারতের। মাত্র ২৪ রানে দুই উইকেট চলে যায় ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ৬ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে রানের খাতাই খুলতে পারেননি ঈশান কিষান। তবে উল্টোদিকে আর এক ওপেনার রুতুরাজ গায়কোয়াড় দেওয়ালের মতো দাঁড়িয়ে দলের উপর আসা সব ঝড়-ঝাপটা একাই সামলে যান। মাত্র ৫৭ বলে ১৩টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১২৩ রান করে অপরাজিত থাকেন।
অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে ৩৯ রান। ৩১ পান করে অপরাজিত থাকেন তিলক ভর্মা। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন কেন রিচার্ডসন, জেসন বেহেনড্রফ ও অ্যারন হার্ডি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল অস্ট্রেলিয়া কিন্তু ভারতীয় বোলাররা নিয়মিত উইকেট নিয়ে চাপে ফেলে দেয় অজিদের। নির্ধারিত ওভারের শেষে অজিরা
অস্ট্রেলিয়ার হয়ে ত্রাভিস হেড ৩৫, অ্যারন হার্ডি ১৬, জোশ ইঙ্গলিশ ১০, মার্কাস স্তইনিস ১৭, টিম দাভিদ ০ রানে আউট হয়ে যান। একা লড়াই চালিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। তবে লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়নি। জিততে হলে শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২১ রান। দুরন্ত খেলে সেই লক্ষ্যে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন ম্যাক্সওয়েল। ৪৮ বলে আটটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, আভেশ খান ও অক্ষর প্যাটেল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার