অলস্পোর্ট ডেস্ক: কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার এবং ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড় মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরুর রাস্তায় একজন অটো-রিকশা চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যা পথ চলতি মানুষ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অসন্তুষ্ট দ্রাবিড়কে তাঁর মাতৃভাষা কন্নড়ে ড্রাইভারের সঙ্গে তর্ক করতে। প্রতিবেদন অনুসারে, দ্রাবিড়ের গাড়ির একটি পণ্যবাহী অটোর সঙ্গে সংঘর্ষ হয়, তার পরই তাঁর এবং চালকের মধ্যে রাস্তায় তর্ক শুরু হয়ে যায়। দ্রাবিড় তাঁর গাড়ি নিজে চালাচ্ছিলেন কিনা তা স্পষ্ট নয়।
সংবাদ সংস্থা আইএএনএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর একটি ব্যস্ত এলাকা কানিংহাম রোডে দুর্ঘটনাটি ঘটেছে। সূত্র জানায়, ঘটনার সময় দ্রাবিড় ইন্ডিয়ান এক্সপ্রেস জংশন থেকে হাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন। যানজটে আটকে থাকা অবস্থায় অটো চালক পিছন থেকে তাঁর গাড়িতে ধাক্কা দেন বলে অভিযোগ। সূত্র জানায়, ঘটনাস্থল ত্যাগ করার আগে দ্রাবিড় অটো চালকের যোগাযোগের নম্বরটি নিয়ে নেন। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত এখনো জানা যায়নি।
তুমুল বিতর্কে জড়ানো দ্রাবিড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে শোনা যায়, ব্রেক সম্পর্কে কিছু বলা হচ্ছে। সঙ্গে যুক্তি পাল্টা যুক্তি চলে। যদিও এই সংঘর্ষে কারও কোনও ক্ষতি হয়নি। তবে দ্রাবিড় যেভাবে নিজের গাড়ি দেখছিলেন তাতে বোঝা যাচ্ছে তাঁর গাড়িতে সেই ধাক্কায় ক্ষতি হয়েছে।
অটো চালকের সঙ্গে রাহুল দ্রাবিড়ের তর্কের ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার