অলস্পোর্ট ডেস্ক: নিজের সতীর্থদের উদ্দেশে কড়া বার্তা দিলেন পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম । এ বছরের শেষে রয়েছে ওডিআই বিশ্বকাপ ২০২৩ এবং আগামী ৩০ অগস্ট শুরু হতে চলেছে এশিয়া কাপ। তাঁর আগে ২২ অগস্ট থেকে পাকিস্তান-আফগানিস্তানের তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের সামনে ব্যস্ত কর্মসূচী।
তার আগে বাবর দলের উদ্দেশে বলেন, ‘‘আমার মনে হয় সবসময় নিজের ওপর ভরসা রাখো এবং মাঠে নিজের ১০০ শতাংশ দাও।”
পাকিস্তান এখনও নিজেদের দল ঠিক ভাবে গুছিয়ে উঠতে পারেনি। তবে বাবর মনে করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর পাকিস্তান দলের মনোভাব অনেক শক্তিশালী হয়েছে। ‘‘সম্প্রতি আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছি, তাতে আমাদের মনোবল অনেকটাই বেড়েছে। ভাল গতি নিয়ে আমরা নতুন সিরিজ শুরু করব। আমাদের দলে অনেক নতুন মুখ দেখা যাবে এবং আমি তাঁদের শুভকামনা জানাই চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য। এদের মধ্যে বেশিরভাগ খেলোয়াড়রাই আগে বিভিন্ন ক্রিকেট লিগে খেলেছেন। কিন্তু যখন তুমি একজন পাকিস্তান তারকা হিসেবে খেলবে, তার অনুভুতি সম্পূর্ণ আলাদা,“ আফগানিস্তান সিরিজ শুরুর আগে পিসিবি ডিজিটালে বলেন বাবর।
আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তান ১৮ জনের দল ঘোষণা করেছে। সেই দলে তৈয়ব তাহির এবং ফাহিম আশরাফের মত কিছু নতুন মুখ জায়গা করে নিয়েছে। টেস্ট সিরিজে দুর্দান্ত খেলার পর সাউদ শাকিল শর্ট ফর্ম্যাটে তিন ম্যাচের সিরিজে নিজেকে প্রমান করার সুযোগ পেয়েছেন।
বাবর আরও বলেন, ‘‘এশিয়া কাপের জন্য তৈয়ব তাহির একজন ভাল পছন্দ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি খুব ভাল পারফর্ম করেছেন। টেস্ট সিরিজে সাউদ শাকিলও খুব ভাল খেলেছেন। সাউদ শাকিল যেভাবে নিজেকে এত কম সময়ের মধ্যে নিজেকে আধুনিক ব্যাটারে পরিণত করেছে তাতে আমি মুগ্ধ হয়েছি। এটা পাকিস্তান দলের জন্য দুর্দান্ত লক্ষণ যে তিনি নিজেকে দলের চাহিদা অনুযায়ী তৈরি করেছেন। যখন দলের জন্য কেউ এটা করে আমি খুব খুশি হই।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





