অলস্পোর্ট ডেস্ক: দেশের অন্যতম সেরা প্রতিভা হিসাবে উত্থান, পৃথ্বী শ’র ক্যারিয়ার গত ২-৩ বছর ধরে বড় ধাক্কা খেয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ মরসুম শুরুর আগে এই ওপেনিং ব্যাটারের কোনো দল নেই। নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউ তাঁকে দলে নেয়নি। যদিও তাঁর পতনের পিছনে সবচেয়ে বড় কারণগুলির মধ্যে শৃঙ্খলার অভাব এবং ফিটনেসের সমস্যা মূল কারণ বলেই মনে করা হচ্ছে, শ-এর ছোটবেলার কোচ সন্তোষ পিঙ্গুটকার প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ারের এমন অন্ধকার পর্যায়ের সাক্ষী হয়ে অত্যন্ত হতাশ।
তিনটি ফর্ম্যাটেই ভারতীয় দলের বাইরে, শ’এর মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলে প্রবেশ করাটাও কঠিন হয়ে উঠেছে। এখন নেই কোনও আইপিএল দলও। এই অবস্থায় তাঁর ঘুরে দাঁড়ানোর সুযোগ ক্রমশ কমে আসছে, সঙ্গে সময়ও।
কোচ বলেন, “তার বয়স মাত্র ২৫ বছর। তার হাতে এখনও বয়স রয়েছে। যদি প্রতিযোগিতামূলক ক্রিকেটে টিকে থাকতে চায় তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফিরে আসতে পারে।”
শ’র শৈশবের কোচ মনে করেন অভিভাবকদের থেকে দূরে ক্রিকেটের বাইরের সঙ্গই পৃথ্বীর অধঃপতনের কারণ।
“অন্যান্য ক্রিয়াকলাপ, তার খেলা ছাড়া সবকিছুই বেড়েছে। ক্রিকেটের বাইরে তার বেশি যুক্ত থাকা। তবে সন্দেহ নেই যে ও ক্রিকেট ভালোবাসে। তবে, খেলার প্রতি তার ভালবাসাকে তার প্রচেষ্টায় রূপান্তর করতে সক্ষম হয়নি। তাই এমন একটি দুর্বল পরিস্থিতি থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরে আসতে হবে, “পিংগুটকার যোগ করেছেন।
ফ্র্যাঞ্চাইজি তাদের ধরে রাখা খেলোয়াড়দের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে দিল্লি ক্যাপিটালস শ’কে ছেড়ে দিয়েছিল। নিলামে তাঁর বেসপ্রাইস ছিল ৭৫ লাখ। তবুও তিনি দল পাননি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার