অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে এদিন বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। গুরুত্বহীন হওয়ায় বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষার পথেই হেঁটেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেই চেষ্টায় ভারত হতাশ কর। বাংলাদেশের কাছে হেরেই ফাইনালে খেলতে নামতে হচ্ছে ভারতকে। এদিন পাঁচজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে যাঁরা এতদিন সুযোগ পাননি তাঁদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা জয় এনে দিতে পারল না। বাংলাদেশের কাছে ছয় রানে হেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে ভারত।
এদিন টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৬৫-৮-এ থামে বাংলাদেশ। বাংলাদেশের বয়ে তানজিদ হাসান ১৩, লিটন দাস ০, আনামূল হক ৪ হতাশ করার পর বাংলাদেশ ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক শাকিব আল হাসান। তাঁকে যোগ্য সঙ্গত তৌহিদ হৃদয়ের। শাকিবের ব্যাট থেকে এল ৮০ ও তৌহিদের ৫৪ রান।
এছাড়া আর কেউ বড় রান করতে পারেননি। মেহেদি হাসান মিরাজ ১৩, শামিম হোসেন ১ রান করে আউট হয়ে যাওয়ার পর কিছুটা ভরসা দেন নাসুম আহমেদ। ৪৪ রান করেন তিনি। ২৯ রানে মেহেদি হাসান ও ১৪ রানে তানজিম হাসান অপরাজিত থাকেন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর। দুই উইকেট নেন মহম্মদ শামি এবং একটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা।
২৬৬ রানের লক্ষ্যে নেমে ভারতের হয়ে ব্যাট হাতে একমাত্র জ্বলে ওঠেন ওপেনার শুবমান গিল। আর কেউ বঢ় রান করে ভরসা দিতে পারেননি। যার ফলে জয়ও আসেনি ভারতের ঘরে। এদিন কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। শুবমানের ব্যাট থেকে ঐসে ১২১ রান। তিনিই মান রাখেন ভারতের ব্যাটিংয়ের।
বাকিদের রান জয় এনে দিতে পারেনি। এই ম্যাচে অভিষেক হওয়া তিলক ভর্ণা ৫, লোকেশ রাহুল ১৯, ঈশান কিষান ৫, সূর্যকুমার যাদব ২৬, রবীন্দ্র জাদেজা ৭, শার্দুল ঠাকুর ১১ রান করে আউট হন। অক্ষর প্যাটেল শেষবেলায় কিছুটা চেষ্টা করেন ঠিকই কিন্তু ৪২ রান করে আউট হয়ে যান তিনি। ৬ রান করে ফেরেন মহম্মদ শামি। আর তাতেই শেষ হয়ে যায় খেলা। এক বল বাকি থাকতে ২৫৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
এদিন বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দুটো করে উইকেট নেন তানজিম হাসান ও মেহেদি হাসান। একটি করে উইকেট নেন শাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার