অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশে বিক্ষোভের শিকার ক্রিকেটাররাও। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পর দেশে সহিংসতা ও বিশৃঙ্খলা অব্যাহত। তাঁর মধ্যেই বিক্ষোভকারীরা বাংলাদেশ ক্রিকেট দলের সষপ্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন লাগিয়ে দিলেন। দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে মাশরাফির বাড়ি। তিনি পরিবার নিয়ে কোথায় রয়েছেন তা জানা যায়নি। এর পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আর এক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের অফিসে। তিনি খেলা না থাকলে বেশিরভাগ সময় বিদেশেই থাকেন। আপাতত তিনি দেশে ফিরছেন না বলেই জানা গিয়েছে।
মাশরাফি বিন মুর্তজা খুলনা বিভাগের নড়াইল-২ আসনের সংসদ সদস্য, এই বছরের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো এই আসনটিতে জয়লাভ করেন তিনি।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ব্যাপক ছাত্র বিক্ষোভের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা মাশরাফি বিন মুর্তজার বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
মাশরাফি বিন মুর্তজা ফরম্যাট জুড়ে ১১৭ ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন যা তার দেশের পক্ষে সবচেয়ে বেশি। তিনি তাঁর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ৩৬ টেস্ট, ২২০টি ওয়ানডে এবং ৫৪টি টি-টোয়েন্টিতে ৩৯০টি আন্তর্জাতিক উইকেট এবং ২৯৫৫ রান করেছেন।
খেলা ছেড়ে দেওয়ার পর, তিনি ২০১৮ সালে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগে যোগদানের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং নড়াইল-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে যে বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লিগেও আগুন লাগিয়ে দিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার