অলস্পোর্ট ডেস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য ভারতীয় দলে তিনটি পরিবর্তন ঘোষণা করেছে। বার্বাডোজে আটকে থাকা সঞ্জু স্যামসন, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালের জায়গায় সাই সুধারসন, জিতেশ শর্মা এবং হর্ষিত রানাকে প্রথম দু’টি ম্যাচের জন্য দলে যুক্ত করা হয়েছে।
৬ জুলাই শনিবার থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবোয়েতে দলে যোগদানের আগে এই তিনজন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের বাকিদের সঙ্গে প্রথমে ভারতে ফিরবে। স্যামসন, দুবে এবং জয়সওয়াল পুরো দলের সঙ্গে বার্বাডোজে আটকে রয়েছে। হ্যারিকেনের কারণে সেখানকার বিমানবন্দর বন্ধ রয়েছে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের দল: শুভমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, ধ্রুব জুরেল (উইকেট কিপার), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুধারসন, জিতেশ শর্মা (উইকেট কিপার), হর্ষিত রানা
অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিসিসিআইকে তিনজন খেলোয়াড়ের বদলির নাম দিতে বাধ্য করেছে।
পেসার খলিল আহমেদ এবং ব্যাটার রিঙ্কু সিং, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রিজার্ভ দলে থাকার কারণে বর্তমানে বার্বাডোজে রয়েছেন। জিম্বাবোয়ে সিরিজের জন্য দলে থাকলেও বিসিসিআই এই দু’জনের বদলির নাম ঘোষণা করেনি।
সুদর্শন বর্তমানে লন্ডনের ওভালে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন। তিনি অবিলম্বে হারারে চলে যাবেন বলে আশা করা হচ্ছে।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল আজ বার্বাডোজ থেকে ফেরার বিমান ধরতে পারে। মনে করা হচ্ছে বিমানবন্দর আবার দ্রুত চালু হয়ে যাবে।
বিশ্বকাপ জয়ী দল, মূলত স্থানীয় সময় সকাল ১১টায় বার্বাডোজ থেকে রওনা হওয়ার কথা ছিল (ভারতীয় সময় রাত ৮.৩০), হ্যারিকেন বেরিলের কারণে গত দুই দিন ধরে বার্বাডোজে আটকে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার