অলস্পোর্ট ডেস্ক: জল্পনার সত্যি হল। টি২০-তে অধিনায়কত্ব পেলেন না হার্দিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য সূর্যকুমার যাদবকেই বেছে নেওয়া হল এবং শুভমান গিলকে তিন ম্যাচের সিরিজের জন্য তাঁর ডেপুটি মনোনীত করা হয়েছে। এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম রাখা হয়েছে এবং সেখানে অধিনায়ক হিসেবে নাম রাখা হয়েছে রোহিতেরই। ওয়ানডে সিরিজেও সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে গিলকে। জিম্বাবোয়ে সফরে একদল নতুন প্রজন্মের ক্রিকেটারকে নিয়ে দাপটের সঙ্গে সিরিজ জিতত দেশে ফিরেছেন শুভমান। শ্রীলঙ্কা সিরিজের দুই ফর্ম্যাটেই সহঅধিনায়কত্ব তাঁর জন্য পুরস্কার। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে।
অধিনায়কত্বে চমক দেওয়ার পাশাপাশি এই সিরিজে ভারতীয় দলে ফেরানো হয়েছে শ্রেয়াস আইয়ারকে। ডোমেস্টিক ক্রিকেট না খেলার জন্য শাস্তি স্বরূপ ভারতীয় দল তথা বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকেও বাদ পড়তে হয়েছিল তাঁকে। তবে পরবর্তীতে ডোমেস্টিক ক্রিকেটে ফিরলেও কেন্দ্রীয় চুক্তিতে নাম রাখা হয়নি তাঁর। সেই শ্রেয়াসের অধিনায়কত্বেই এই মরসুমের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ফিরলেন তিনি। গৌতম গম্ভীরের চাহিদাতেই কি শ্রেয়াসকে ফেরানো হল? তবে কারণ যাই হোক না কেন, শ্রেয়াসের দলে ফেরাটা দলের জন্য গুরুত্বপূর্ণ। যদিও ফেরানো হয়নি ঈশান কিষানকে।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের দুই দল কেমন হল দেখে নিন-
টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ড্যে, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্দীর্শপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ।
ওডিআই দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেট কিপার), ঋষভ পন্থ (উইকেট কিপার), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার