অলস্পোর্ট ডেস্ক: বিগ-হিটার হরমনপ্রীত কৌরের নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা করে দিল বিসিসিআই। ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।তার জন্য মঙ্গলবার ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হল। টপ-অর্ডার ব্যাটার ইয়াস্তিকা ভাটিয়া এবং স্পিন অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাতিলকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিটনেসের জন্য হরমনপ্রীতের ডেপুটি করা হয়েছে তারকা ব্যাটার স্মৃতি মন্ধানাকে। এই টুর্নামেন্ট বাংলাদেশে হওয়ার কথা থাকলেও সেখানে অস্থির পরিস্থিতির কারণে তা বাধ্য হয়েই স্থানান্তরিত করতে হয় আইসিসিকে।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ এ-তে থাকা ভারত তাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির লক্ষ্যে মাঠে নামবে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দল:
হরমনপ্রীত কৌর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক)*, পূজা ভস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলথা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল*, সাজনা সজীবন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার