অলস্পোর্ট ডেস্ক: কলকাতায় ২২ জানুয়ারি প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য সিনিয়র পুরুষদের নির্বাচক কমিটি ভারতের ১৫ সদস্যের দল বেছে নিল। অধিনায়ক সূর্য কুমার যাদব।
গত কয়েকদিন ধরে ভারতীয় দল নিয়ে কম জল্পনা হয়নি। কে আসবেন দলে, কেই বা বাদ যাবেন, তা নিয়ে আগ্ৰহ ছিল তুঙ্গে। সব থেকে বেশি আগ্ৰহ ছিল প্রায় এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা মহম্মদ শামি কে নিয়ে। তবে সবার প্রত্যাশা মতো তাঁকে ফেরানো হয়েছে ভারতীয় দলে। দলে ফিরলেন হার্দিক পাণ্ড্যেও।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্যে, রিঙ্কঙ সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহঅধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ শামি , বরুণ চক্রবর্থী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার