অলস্পোর্ট ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীরা মেতে টি২০ বিশ্বকাপ নিয়ে। তার মধ্যেই ভারতের নানা সিরিজের দিন-ক্ষণ ঘোষণা হয়ে চলেছে প্রায় প্রতিনিয়ত। সোমবার বিসিসিআই পাঁচটি টি২০ ম্যাচের জন্য জিম্বাবোয়ে সফরের দল বেছে নিল। এই টুর্নামেন্টটি ৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ভারতের পরবর্তী প্রজন্মের ক্রিকেট তারকাদের নিয়েই তৈরি হল এই দল। পাশাপাশি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাহের মতো অভিজ্ঞদের বিশ্রাম দেওয়া হল। এমনকি হার্দিক পাণ্ড্যে ও সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রাও দলের সঙ্গে জিম্বাবোয়ে সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে।
রোহিত, হার্দিক এবং সূর্যের অনুপস্থিতিতে শুভমান গিলকে জিম্বাবোয়ে সিরিজের জন্য ভারতীয় দলের অধিনায়ক মনোনীত করা হল। অভিষেক শর্মা এবং রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তুষার দেশপান্ডের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তারকারা দলে জায়গা করে নিলেন।
টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল এবং রিঙ্কু সিং-এর মতো খেলোয়াড়দেরও অন্তর্ভুক্ত করা হবে।
শুভমান গিল ভারতীয় দলের সঙ্গে রিজার্ভ দলের সদস্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন কিন্তু পেসার আভেশ খান ও তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
জিম্বাবোয়ে সিরিজে ভারতের কোচ কে হবেন?
ভারতের নতুন প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের নিয়োগ নিয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ আরও কয়েকজন কোচের সঙ্গে দলের জিম্বাবোয়ে সফর করবেন বলে আশা করা হচ্ছে।
পরবর্তী ভারতীয় কোচ সম্ভবত গম্ভীর, ২৭ জুলাই থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সফরের জন্য দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
জিম্বাবোয়ে টি২০ সিরিজের জন্য ভারতের দলে কাঁরা থাকলেন একবার দেখে নেওয়া যাক—
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, খলিল আহমেদ, আভেশ খান, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার