বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের মাঝেই জোড়া দল ঘোষণা করে দিল বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটো টেস্ট ও ওডিআই-র দল একই সঙ্গে জানিয়ে দেওয়া হল। যেখানে চমকের মতো এল লোকেশ রাহুলের নামের পাশ থেকে সহ-অধিনায়কের তকমাটা সরে যাওয়া। আবার কারও নামের পাশে সেটা বসলও না। যদিও লোকেশ রাহুলের ব্যাটে ক্ষরা চলছে অনেকদিনই। সেটাই হয়তো দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে মনে করিয়ে দিতে চাইল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা।
অন্যদিকে রোহিত শর্মাকে অধিনায়ক করে একদিনের দল ঘোষণা করলেও, বিসিসিআই জানিয়ে দিল প্রথম একদিনের ম্যাচে খেলবেন না রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিক পাণ্ড্যেকে। রঞ্জি ট্ৱফিতে দুরন্ত পারফর্মেন্স ও দলকে চ্যাম্পিয়ন করে ভারতের দুই দলেই জায়গা করে নিলেন জয়দেব উনাদকর।
দেখে নিন ভারতের টেস্ট ও ওডিআই দল—
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, এস গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়াস আইয়ার , সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকাট
রোহিত শর্মা (অধিনায়ক), এস গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), আর জাদেজা, কুলদীপ যাদব, ডব্লিউ সুন্দর, ওয়াই চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ , উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট