অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশামতো প্রথম-শ্রেণীর প্রাক্তন ক্রিকেটার দেবজিৎ সাইকিয়াকে জয় শাহের স্থলাভিষিক্ত ঘোষণা করা হল — যিনি গত বছর আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিবের নামে সিলমোহর দেওয়া হল। অন্যদিকে, প্রভতেজ সিং ভাটিয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা সাধারণ বোর্ড সভার পরে উভয় নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। “দেবজিত সাইকিয়া বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি এবং প্রভতেজ সিং ভাটিয়া বিসিসিআই কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন,” তিনি মিডিয়াকে বলেছেন।
সাইকিয়া একজন প্রাক্তন প্রথম-শ্রেণীর ক্রিকেটার, ১৯৯০-৯১ মরসুমে অসমের প্রতিনিধিত্ব করেছেন, চার ম্যাচে ৫৩ রান করেছিলেন। তিনি বিসিসিআই-এর যুগ্ম-সচিব এবং অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন (ACA)-এর সচিব থাকাকালীন ক্রিকেট প্রশাসন চালানোর অভিজ্ঞতা নিয়েই এই পদে যোগ দিলেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পদে বিসিসিআইয়ের প্রাক্তন সচিব নির্বাচিত হওয়ার পর, তিনি বিসিসিআই-এর ভারপ্রাপ্ত অন্তর্বর্তী সচিব ছিলেন।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রবিবার তার বোর্ডের একটি বিশেষ সাধারণ সভা ডেকেছিল, যেখানে সংস্থার নতুন সচিব এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়, বোর্ডের সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, বিসিসিআইয়ের আগের সচিব জয় শাহ ১ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব নেন।
এদিকে সম্প্রতি সমাপ্ত মহারাষ্ট্র নির্বাচনের পরে বিসিসিআইয়ের পূর্ববর্তী কোষাধ্যক্ষ আশিস শেলার বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় সেই পদে ফাঁকা ছিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার