Wednesday, February 19, 2025
No menu items!
Google search engine
Homeক্রিকেটকেকেআরের ১২ জন ক্রিকেটারকে জরিমানা বোর্ডের

কেকেআরের ১২ জন ক্রিকেটারকে জরিমানা বোর্ডের

অলস্পোর্ট ডেস্কঃ চেন্নাইয়ের বিরুদ্ধে জয়ের পরে কেকেআরের পুরো দলকে জরিমানা করল বিসিসিআই। এমন কি দলের ১২ নম্বর ক্রিকেটার অর্থাৎ দলের ইমপ্যাক্ট প্লেয়ারদেরও জরিমিনা করা হয়েছে। এই জরিমানার ফলে সবথেকে বেশি ক্ষতি হয়েছে দলের অধিনায়ক নীতীশ রানা। কারণ তাঁকে জরিমানা দিতে গিয়ে ২৪ লক্ষ টাকা গুনতে হবে। এই ক্রিকেটারকে ২৪ লক্ষ টাকার জরিমানা করেছে বোর্ড।  

আইপিএল ২০২৩-এ দ্বিতীয়বার আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছে কেকেআর দল। স্লো ওভার রেটের জন্য কেকেআর দলকে এই জরিমানা করা হয়েছে।  যেখানে দলের সকল সদস্যকে ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেই অঙ্কটা কম সেটাই দিতে হবে নাইট ক্রিকেটারদের। নাইট দলকে এত বড় অঙ্কের জরিমানা করায় সকলেই অবাক। তবে এটাই বোর্ডের নিয়ম। আসলে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর সময়মতো শেষ ওভার বোলিং করতে পারেনি। এর খেসারত দলকে ভুগতে হয়েছিল মাঠে। এই কারণে মাত্র ৪ জন ফিল্ডার ৩০ গজের ব্যাসার্ধের বাইরে ছিল, এখন দলকে জরিমানাও করা হয়েছে।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। সেই সময়ে অধিনায়ক নীতীশ রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু একই অপরাধ দ্বিতীয়বার করায় কলকাতা নাইট রাইডার্সকে বড় শাস্তি দিল বোর্ড। এরফলে দলসহ অধিনায়ককে দ্বিগুণ জরিমানা করা হয়েছে। এই কারণেই আইপিএলের আয়োজকরা নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকা এবং দলের সকল সদস্যকে কমপক্ষে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে।

নীতীশ রানা আরও একটি ম্যাচে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হলে লিগ পর্বে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। যাইহোক, এখন মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে এবং সেই ম্যাচে যদি তাঁর স্লো ওভার রেট থাকে, তবে তাঁকে শুধুমাত্র জরিমানা করা হবে, কারণ এই অপরাধের জন্য কোনও খেলোয়াড়কে কোয়ালিফায়ার ম্যাচের জন্য নিষিদ্ধ করা যাবে না। 

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments