অলস্পোর্ট ডিস্ক: বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভারতীয় খেলায় এক কথায় রাজত্ব করে। গোটা বিশ্ব ভারতীয় ক্রিকেটের চাহিদার কথা জানে এবং সেটা মানেও। সোশ্যাল মিডিয়ায়ও ভারতীয় ক্রিকেট যথেষ্টই অ্যাক্টিভ। দেশের ক্রিকেট সম্পর্কিত সব খবর যেখান থেকে পাওয়া যায় এক ক্লিকেই। ২১.৯ মিলিয়ন যাদের টুইটারে ফলোয়ার তাদের নামের পাস থেকে হাঠাৎই উধাও ‘নীল টিক’ চিহ্ন। টুইটার বর্তমানে তাদের লোগোতে পাখির চিহ্ন বদলে ‘এক্স’ করেছে। এসেছে নতুন নতুন অনেক নিয়ম। ‘নীল টিক’ পেতে টাকা দিতে হবে বলেও জানিয়েছে টুইটার। সব মিলে বেশ জটিল হয়ে রয়েছে টুইটারের ‘ব্লু টিক’। অনেক সেলিব্রিটির নামের আপশ থেকেই হঠাৎ হঠাৎ উবে গিয়েছে এই চিহ্ন। এবার তার কোপে স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ড।
সম্প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ প্রচারাভিযানের সমর্থনে বিসিসিআই-এর প্রোফাইল ছবি বদলে ভারতীয় পতাকা করা হয়েছে। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের আগে শুরু হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারাভিযানে, দেশের সবাইকেই সামাজিক মিডিয়া প্রোফাইলে ভারতীয় পতাকা রাখার অনুরোধ জানানো হয়েছিল। বিসিসিআই সেই অনুরোধে সাড়া দিয়ে তাদের প্রোফাইল ছবি ভারতীয় জাতীয় পতাকার রঙে করে দিয়েছিল।
টুইটারের প্রোফাইলে নীল টিক মানে সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট। আর সেখানে প্রোফাইলের ছবি বদলে গেলে টুইটার নীল টিক তুলে নেয়, এটাই আপাতত ‘এক্স’এর নিয়ম। নীল টিক একটি যাচাইকরণ চিহ্ন যা নির্দেশ করে যে একটি অ্যাকাউন্ট আসল এবং এটি সেই ব্যক্তি বা সংস্থার অন্তর্গত যার প্রতিনিধিত্ব করার অধিকার রয়েছে। এদিকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক প্রোফাইলের ছবিও ভারতীয় পতাকার করা হয়েছে। তবে সেখানে নীল টিক রয়েছে।
এদিকে, টিম ইন্ডিয়া শনিবার চতুর্থ টি২০ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফেরার পরের দিনই সিরিজ নির্ণায়ক ম্যাচ খেলতে নেমেছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাল্টি-ফর্ম্যাট সিরিজের এটিই শেষ ম্যাচ। এর পর ভারতের একটি দল আয়ারল্যান্ড সফরে যাবেয় আর একটি দল রোহিত শর্মার নেতৃত্বে এশিয়া কাপ ২০২৩-এর প্রস্তুতি নেবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার